ভারতে কোভিডে মৃত দেহাবশেষ ভাসিয়ে দেওয়া হচ্ছে নদীতে । স্বজনরা ছাইটুকুও সংগ্রহ করতে আসছেন না!

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২১

ভারতে কোভিডে মৃত দেহাবশেষ ভাসিয়ে দেওয়া হচ্ছে নদীতে । স্বজনরা ছাইটুকুও সংগ্রহ করতে আসছেন না!
booked.net

 

অনলাইন ডেস্কঃ- (১) সারি সারি সাদা কাপড়ে বাঁধা রয়েছে শ’-শ’ মাটির পাত্র। প্রথা মেনে আচারানুষ্ঠান করারও সামর্থ্য নেই! মহামারী করোনার আতঙ্কে বহু পরিবারই মৃত পরিজনের ছাইটুকুও সংগ্রহ করতে আসছেন না। গত বুধবার এমনই এক অস্বাভাবিক চিত্র দেখা গেলো ভারতের বেঙ্গালুরু শহরের সুমনাহল্লি শ্মশানে।

আরো পড়ুনঃ স্মার্টফোন এবার ৮ মিনিটেই শূন্য থেকে হবে পূর্ণ চার্জ

(২) নাম-পরিচয়হীন কোভিডের মৃত দেহগুলো পরসেই ছাই সংগ্রহ করে ওই মাটির পাত্রগুলিতে রাখা হয়েছে। প্রতিটি পাত্রের গায়ে নম্বর সমেত সাঁটানো রয়েছে স্টিকার। প্রথা মেনে সেই সব ছাই ভর্তি মাটির পাত্র নিয়ে আসা হয় কাবেরী নদীর ঘাটে। এরকম মোট ১,২০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ব্যক্তির দেহাবশেষ ভাসিয়ে দেওয়া হয়েছে নদীর ঘাটে।

(৩)বেঙ্গালুরু টিআর মিলস শ্মশানরে কনট্র্যাক্টর কিরণ কুমার গণমাধ্যম কে জানান, ‘‘একটা পরিবারে দুই-তিন জন কোভিডে মারা গেলে বাকি সদস্যরা আর শ্মশানে এসে ছাই সংগ্রহ করেন না।’’ এই ভাবে দীর্ঘদিন ধরে প্রচুর ছাই ভর্তি মাটির পাত্র জমেছে শহরের প্রায় সবকটি শ্মশানে। বাধ্য হয়ে এখন সরকারকেই ওই নদীতে ভাসিয়ে দেওয়ার কাজ করতে হচ্ছে।

Ad