১ নং বরমচাল ইউনিয়নের তথ্য ও ঐতিহ্য

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

১ নং বরমচাল ইউনিয়নের তথ্য ও ঐতিহ্য
booked.net

৩৬০ আউলিয়ার অন্যতম সাধক হযরত শাহাকলা (রহঃ) এর স্মৃতি বিজড়িত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাকালুকি হাওরের দক্ষিন পশ্চিমাংশে অবস্থিত দুটি কুঁড়ির দেশ হিসাবে খ্যাত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন ১ নং বরমচাল ইউনিয়ন

এ ইউনিয়নে যেমনি রয়েছে সমতল ভূমি তেমনি রয়েছে অসংখ্য উঁচু নিচু টিলা, চা বাগান, রাবার বাগান, হাওর-বাওর, খাল-বিল, নদী-নালা ইত্যাদি।

প্রাকৃতিক সম্পদের ভরপুর বরমচাল ইউনিয়ন। প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম প্রাকৃতিক গ্যাস, চা, রাবার ইত্যাদি। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত বরমচাল।

আরো পড়ুনঃ এক নজরে ৯ নং কুলাউড়া টিলাগাঁও ইউনিয়ন।

  • বরমচাল ইউনিয়নের আয়তনঃ ২৯.৭০ বর্গ কি.মি.
  • জনসংখ্যাঃ পুরুষ ৯৪৯৮ জন নারী ৯৬৯২ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
  • গ্রামের সংখ্যাঃ ৪২টি
  • মৌজার সংখ্যাঃ ৫ টি
  • মোট জমির পরিমানঃ ৮৯৭৯.২২ একর (প্রায়)
  • মোট খাস জমির পরিমানঃ ৩০১.৭১ একর (প্রায়)
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংখ্যাঃ ০১ টি
  • কমিউনিটি ক্লিনিকের সংখ্যাঃ ২ টি
  • চা বাগানের সংখ্যা ১ টি
  • রাবার বাগানের সংখ্যাঃ ১ টি
  • গ্যাসক্ষ্রেত্র ১ টি

দর্শনীয় স্থান

১। শ্রী শ্রী রাধারমন এর জন্মস্থান ।
২। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র।
৩। করিমপুর চা বাগান
৪। ভাটেরা রাবার বাগান (বরমচাল)
৫। হাকালুকি হাওর(অংশ বিশেষ)

Ad