কুলাউড়ায় দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত।

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১

কুলাউড়ায় দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত।
booked.net

আব্দুল কুদ্দুসঃ-  কুলাউড়ায় দিনব্যাপী চক্ষু শিবির সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে উন্নয়ন সংস্থা প্রচেষ্টার আয়োজনে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক আলী নকি খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, বিএনএসবি মৌলভীবাজারের ডা. আব্দুল মান্নান, জাসদ নেতা আবদুল গাফফার কায়সুল, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ময়ুব হোসেন, সমাজ সেবক শামীম আহমদ ও তোফায়েল আহমদ চৌধুরী এবং শিক্ষক কাজী রফিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টার মো. সুরুজ আলী সরকার। 

প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকি খান জানান, চক্ষু শিবিরে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এরমধ্যে সাধারণ রোগীদের ব্যবস্থাপত্র এবং চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হবে। তিনি আরো জানান, নরওয়ের অর্থায়নে এবং ডিসএবিলিটি ইনক্লুশন থ্রো মিউচুয়াল লার্নিং প্রজেক্টের আওতায় প্রকল্পের কারিগরি সহায়তায় ছিল মৌলভীবাজারের বিএনএসবি। চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আব্দুল মান্নান ও বিএনএসবির একটি দল।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad