রোল করা যায় এমন ফোন প্রদর্শন করলো মটোরোলা।

প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২২

রোল করা যায় এমন ফোন প্রদর্শন করলো মটোরোলা।
booked.net

Manual8 Ad Code

অনলাইন ডেস্কঃ- ভাঁজযোগ্য ফোনের যুগের পরে এখন যেনো ফোনকে রোল করার যুগ। এমনই ফোন প্রদর্শন করলো মটোরোলা। গত বছর যদিও অপ্পো, টিসিএল এবং এলজি এমন ফোনের ধারণা দিয়েছে। সম্প্রতি লেনোভো এমন একটি ল্যাপটপের মডেল প্রদর্শন করেছে। সবশেষে মটোরোলা এমন একটি ফোনের মডেল উন্মোচন করেছে যেটি ব্যবহারিক ক্ষেত্রে আরও বেশি কার্যকর।

Manual7 Ad Code

ভার্জের সূত্র অনুযায়ী, ফোনটির প্রথমে উচ্চতা থাকবে চার ইঞ্চি। কিন্তু এর বাটনে ক্লিক করলে এর ওএলইডি প্যানেলটি বড় হয়ে ৬.৫ ইঞ্চি আকার ধারণ করবে। আরেকটি ক্লিক করলে এটি আবারও আগের আকৃতিতে চলে আসবে। যেকোনও আকৃতিতে থাকা অবস্থাতেই ফোনটি ব্যবহার করা যাবে। স্ক্রিনের কনটেন্টগুলোও আকৃতির অনুপাতে ছোট-বড় হয়ে যাবে।

Manual6 Ad Code

Ad

Follow for More!