মোবাইল ফোনের চার্জ দীর্ঘ সময় ধরে রাখার কার্যকরী পরামর্শ।

প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, মে ২২, ২০২১

মোবাইল ফোনের চার্জ দীর্ঘ সময় ধরে রাখার কার্যকরী পরামর্শ।
booked.net

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্টঃ এখুনি জরুরী কাজে কোথাও দেখা করতে যেতে হবে,  অথচ দেখলেন যে মোবাইল ফোনের চার্জ নেই । জরুরী সময়টাতে অল্প একটু চার্জ হলেও হয়তো কাজ চলবে কিন্তু তা না হলে দেরি হয়ে যাবে । এই ধরনের সমস্যায় পড়েন নি এমন মানুষ পাওয়া দুস্কর।

 

মূল কথায় আসি আপনার ফোনটি ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে, কিন্তু আপনি ৫ ওয়াটের চার্জার দিয়ে মোবাইল ফোনের চার্জ করলেন। তাহলে দেখবেন সেটি ধীরগতিতে চার্জ হচ্ছে।

 

যেসব ফোন ৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে সেগুলোতে কিন্তু ১৮ ওয়াট চার্জার ব্যবহার করেও কোন লাভ নেই, বরং ক্ষতিই বেশী।

 

Manual1 Ad Code

উপযুক্ত চার্জার ব্যবহার করুন

 

সবচেয়ে দ্রুত চার্জ করতে আপনার ফোনের ম্যাক্সিমাম চার্জিং ক্যাপাসিটি অনুযায়ী চার্জার কিনুন। সাধারণত বেশি ওয়াটের চার্জারগুলোর দাম বেশি হয়।

 

আপনার ফোনের মডেল অনুযায়ী ইন্টারনেট ঘেঁটে দেখে নিন সেটি কত ওয়াটের চার্জার সাপোর্ট করে, এবং আপনি কত ওয়াটের চার্জার ব্যবহার করছেন।

 

অনেকে ভাল চার্জারে যতটা গুরুত্ব দেয়, ভালো ক্যাবলের ক্ষেত্রে ততটা গুরুত্ব দেয় না। কিন্তু চার্জারের মতোই ক্যাবলটিও গুরুত্বপূর্ণ।

 

আপনার চার্জার যতই ভালো হোক না কেন, ক্যাবল ভালো না হলে চাহিদানুজায়ী দ্রুত চার্জ করতে পারবেন না।

 

চিকন ও লম্বা চার্জার ব্যবহার পরিহার করে মোটা ও কম দৈর্ঘের ক্যাবল ব্যবহার করুন।

 

ফোন বন্ধ করে চার্জ দিন

 

মোবাইল ফোনের চার্জ দ্রুত  করার ক্ষেত্রে এটা খুব কার্যকরী একটি পদ্ধতি। মোবাইল বন্ধ করে চার্জ দেওয়ার ফলে আপনার মোবাইলের রেডিও কানেক্টিভিটি ও অন্যান্য সার্ভিস বন্ধ থাকে। তাই সহজে চার্জ ফুরোয় না। বরং পুরোটাই আপনার ব্যাটারিতে যুক্ত হয়।

 

Manual1 Ad Code

কোথাও বেরোবার আগে এই পদ্ধতিতে চার্জ দেয়া বেশ কাজের। তবে অনেক মোবাইলে এয়ারপ্লেন মোড বলে একটা অপশন আছে। চাইলে সেটাও ব্যবহার করতে পারেন।

 

বেশীসময় মোবাইলের চার্জ ধরে রাখার উপায়

 

 ফোনের ডিসপ্লে লাইটের টাইমআউট কমিয়ে রাখুন। এতে প্রচুর চার্জ খরচ হয়।

 অটো ব্রাইটনেস থেকে দূরে থাকুন। যখন দরকার শুধুমাত্র তখন ব্রাইটনেস অ্যাডজাস্ট করুন।

 

 জিপিএস, এনএফসি, ওয়াই ফাই এবং ব্লুটুথ শুধু দরকার হলেই অন করুন।

 

 যেসব উইজেড দরকার নেই বিশেষ করে যেগুলো নেটে কানেক্টেড হয়ে থাকে সেগুলো কম ব্যবহার করুন।

 

Manual8 Ad Code

 আপডেটেড অ্যাপ ব্যবহার করুন কেননা, সাধারণত নতুন অ্যাপ অপটিমাইজ করা থাকে যাতে ব্যাটারি আরও কম খরচ হয়।

 

 স্মার্টফোনের চার্জ বাঁচানোর আরেকটি ভালো বুদ্ধি হচ্ছে লক স্ক্রিন নোটিফিকেশন চালু করে রাখা।

 

এতে বারবার আপনাকে লক খুলে নোটিফিকিশেন দেখতে হবে না। ফলে চার্জ কম খরচ হবে।

 

স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেলে আসল ব্যাটারি ব্যবহারের চেষ্টা করুন। এতে আপনার ফোন ভালো থাকবে এবং চার্জও থাকবে অনেকক্ষণ।

 

যদি সারা দিন একটু বেশি সময় স্মার্টফোনটি ব্যবহার করতে চান, তবে ব্রাইটনেস কমিয়ে রাখুন ।

 

Manual7 Ad Code

এতে একটু বেশি সময় কাজে লাগাতে পারবেন ফোনটি।

Ad

Follow for More!