মৃত্যুর সম্ভাব্য তারিখ জানাবে ক্যালকুলেটর!

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২১

মৃত্যুর সম্ভাব্য তারিখ জানাবে ক্যালকুলেটর!
booked.net

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ- কালের পরিক্রমায় বিজ্ঞান অনেক-অনেক এগিয়ে তাইতো বিজ্ঞানের জাদুর কাঠির ছোঁয়ায় শিশুর জন্মের আগাম তারিখ মানুষ আগেই জেনে যায়।

 

Manual6 Ad Code

তবে মৃত্যুর দিনক্ষণ আগে থেকে অনুমান করা তো অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকেই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তারা এমন এক ক্যালকুলেটর আবিষ্কার করেছেন যা পরিবারের বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর দিন সম্পর্কে আগাম ধারণা দেবে।

বিজ্ঞানীদের দাবি, এই ক্যালকুলেটরের মাধ্যমে আগেভাগেই মৃত্যুর সম্ভাব্য তারিখ জেনে যাওয়ায় পরিবারের অন্য সদস্যরা ওই ব্যক্তির সেবা করতে পারবেন

আরো পড়ুনঃ  ইউটিউব (Youtube) থেকে আয় ? জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ

★কিভাবে কাজ করে এই ক্যালকুলেটর?

এই ক্যালকুলেটরে বয়স্কদের রোগের ইতিহাস, কী কী ওষুধ সেবন করেন তা জানাতে হবে। অন্তত ছয়মাস ধরে রোগের ইতিহাস নেওয়ার পর ক্যালকুলেটর মৃত্যুর তারিখ সম্পর্কে ধারণা দেবে।

Manual3 Ad Code

এরই মধ্যে ওই ক্যালকুলেটর বাজারে এসেছে বলে ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে। অনলাইন এই ক্যালকুলেটর নাম দেওয়া হয়েছে ‘রিস্ক এভালুয়েশন ফর সাপোর্ট: প্রেডিক্টশন ফর এল্ডার-লাইফ ইন কমিউনিটি টুল’ সংক্ষেপে রেসপেক্ট।

Manual8 Ad Code

২০১৩ থেকে এই ক্যালকুলেটর নিয়ে কাজ শুরু করেছিল বিজ্ঞানীরা। তারা ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চার লাখ ৯১ হাজার বয়স্ক মানুষের রোগের ইতিহাসের ওপর তথ্য নিয়ে ছিলেন। ওই তথ্যের পর ভিত্তি করেই গবেষণার শুরু করেন বিজ্ঞানীরা।

Manual7 Ad Code

Ad

Follow for More!