বাহরাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ বাংলাদেশির মৃত্যু।

প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২১

বাহরাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ বাংলাদেশির মৃত্যু।
booked.net

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাহরাইনে ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত মে মাসেই মারা গেছেন ৩২ জন বাংলাদেশি।

সে কারণে বাহরাইন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মানামার বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাহরাইনে বর্তমানে প্রতিদিন হাজার হাজার নাগরিক ও প্রবাসী করোনায় আক্রান্ত হচ্ছে। ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে।

Manual8 Ad Code

বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি কর্মী করোনায় মারা গেছেন। তার মধ্যে মে মাসে ৩২ জন কর্মী মারা যান। এই অবস্থায় বাহরাইন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Manual7 Ad Code

আরো পড়ুনঃ ভারতে কোভিডে মৃত দেহাবশেষ ভাসিয়ে দেওয়া হচ্ছে নদীতে । স্বজনরা ছাইটুকুও সংগ্রহ করতে আসছেন না!

Manual2 Ad Code

বাহরাইন সরকার শুরু থেকেই করোনা ভাইরাসের টিকা সেখানে অবস্থানরত প্রবাসীদেরকে বিনামূল্যে দিয়ে আসছে। তাছাড়া বাহরাইনে বসবাসকারী সবাইকে টিকা গ্রহণের জন্য শুরু থেকেই সরকার অনেক তাগিদ দিচ্ছে।

Manual4 Ad Code

যারা টিকা নেয়নি তাদের ওপর অনেক বিধিনিষেধ আরোপ করেছে। এই অবস্থায় সব বাংলাদেশি কর্মীকে টিকা নেওয়ার জন্য মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন।

Ad

Follow for More!