কুলাউড়া পৌরসভায় ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা।

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১

কুলাউড়া পৌরসভায় ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা।
booked.net

Manual5 Ad Code

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের ৫১ কোটি ১১ লক্ষ ৪৫ হাজার ৪৪৬ টাকার বাজেট পেশ করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) পৌরসভা মিলনায়তনে প্রস্তাবিত বাজেট পেশ করেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। করোনা পরিস্থিতি ও জাতীয় শোক দিবসের কারণে এবারের বাজেট পেশ করতে বিলম্ব হয়। বাজেট গতানুগতিক ও কোন প্রকার অতিরিক্ত করারোপ ছাড়াই করা হয়েছে।

Manual3 Ad Code

বাজেটে কুলাউড়া পৌরবাসীর জন্য ২৫ কোটি টাকা ব্যয়ে ওয়াটার প্ল্যান্ট নির্মাণের কাজ শুরুর বিষয়টি উল্লেখ করা হয়। সে লক্ষ্যে ইতোমধ্যে স্থান নির্বাচন চূড়ান্ত করা হয়েছে বলে মেয়র জানান। ঘোষিত বাজেটে রাজস্ব খাতের মোট আয় ৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ৪৪৬ টাকা ৪৩ পয়সা, উন্নয়ন খাতের মোট আয় ৪৫ কোটি ৬৫ হাজার ৫০ লাখ এবং মূলধন খাতের আয় ১০ লাখসহ মোট আয় ৫১ কোটি ১১ লক্ষ ৪৫ হাজার ৪৪৬ টাকা ৪৩ পয়সা। মোট ব্যয় ৫০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা।

Manual5 Ad Code

বাজেট আলোচনায় পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সচিব শরদিন্দু ভট্টাচার্য্যরে পরিচালনায় বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়, জাসদের প্রবীণ নেতা গিয়াস উদ্দিন আহমদ, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক এনামুল ইসলাম, জাপা নেতা মবশ্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক ময়নুল হক পবন, ডেইলী স্টারের জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, কুলাউড়া পৌরসভার হিসাব রক্ষক তাজুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নাগরিকবৃন্দ।

বাজেট পেশ পূর্ব বক্তব্যে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, নাগরিকদের পরামর্শ নিয়েই পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিগত দিনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়েছে। শহরের যত ধরনের উন্নয়ন প্রয়োজন পর্যায়ক্রমে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। ক্ষমতা গ্রহণের পর এটি আমার প্রথম বাজেট। ৫১ কোটি টাকা নয় আগামী বাজেটের পরিধি একশ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!