১ নং বরমচাল ইউনিয়নের তথ্য ও ঐতিহ্য

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

১ নং বরমচাল ইউনিয়নের তথ্য ও ঐতিহ্য
booked.net

Manual3 Ad Code

৩৬০ আউলিয়ার অন্যতম সাধক হযরত শাহাকলা (রহঃ) এর স্মৃতি বিজড়িত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাকালুকি হাওরের দক্ষিন পশ্চিমাংশে অবস্থিত দুটি কুঁড়ির দেশ হিসাবে খ্যাত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন ১ নং বরমচাল ইউনিয়ন

Manual2 Ad Code

এ ইউনিয়নে যেমনি রয়েছে সমতল ভূমি তেমনি রয়েছে অসংখ্য উঁচু নিচু টিলা, চা বাগান, রাবার বাগান, হাওর-বাওর, খাল-বিল, নদী-নালা ইত্যাদি।

Manual3 Ad Code

প্রাকৃতিক সম্পদের ভরপুর বরমচাল ইউনিয়ন। প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম প্রাকৃতিক গ্যাস, চা, রাবার ইত্যাদি। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত বরমচাল।

Manual5 Ad Code

Manual1 Ad Code

আরো পড়ুনঃ এক নজরে ৯ নং কুলাউড়া টিলাগাঁও ইউনিয়ন।

  • বরমচাল ইউনিয়নের আয়তনঃ ২৯.৭০ বর্গ কি.মি.
  • জনসংখ্যাঃ পুরুষ ৯৪৯৮ জন নারী ৯৬৯২ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
  • গ্রামের সংখ্যাঃ ৪২টি
  • মৌজার সংখ্যাঃ ৫ টি
  • মোট জমির পরিমানঃ ৮৯৭৯.২২ একর (প্রায়)
  • মোট খাস জমির পরিমানঃ ৩০১.৭১ একর (প্রায়)
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংখ্যাঃ ০১ টি
  • কমিউনিটি ক্লিনিকের সংখ্যাঃ ২ টি
  • চা বাগানের সংখ্যা ১ টি
  • রাবার বাগানের সংখ্যাঃ ১ টি
  • গ্যাসক্ষ্রেত্র ১ টি

দর্শনীয় স্থান

১। শ্রী শ্রী রাধারমন এর জন্মস্থান ।
২। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র।
৩। করিমপুর চা বাগান
৪। ভাটেরা রাবার বাগান (বরমচাল)
৫। হাকালুকি হাওর(অংশ বিশেষ)

Ad

Follow for More!