প্রকাশিত: ৬:১১ পূর্বাহ্ণ, মে ২২, ২০২১
ফেসবুক একাউন্টে ব্যক্তিগত তথ্য থাকার পাশাপাশি এখন সামাজিক, ব্যবসায়ীক ও রাজনৈতিক যোগাযোগ থাকার কারনে ফেসবুকের একাউন্ট গুলো এখন হ্যাকারদের টার্গেটে পরিনত হয়েছে।
একটু অসাবধানতার কারনে আপনি হয়তো বিপদের সম্মুখীন হতে পারেন।
ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়
আপডেট পাসওয়ার্ড(Update Passward)
আপনার অ্যাকাউন্টটি কীভাবে সুরক্ষিত করা যায়। তার প্রাথমিক পদক্ষেপটি হচ্ছে, অন্তত প্রতি মাসে একবার পাসওয়ার্ড আপডেট করা।
আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি কখনই সহজে অনুমানযোগ্য উপায়ে রাখবেন না।যেমন আপনার জন্ম তারিখ, মোবাইল নাম্বার ইত্যাদি ।
মেশানো বর্ণমালা, সংখ্যা, চিহ্ন সহ শক্তিশালী পাসওয়ার্ড রাখাই শ্রেয়। যেমন-Bangla@593
আরো পড়ুনঃ ইউটিউব (Youtube) থেকে আয় ? জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ
বন্ধু নির্বাচনে সতর্কতাঃ
ফেসবুকের পরামর্শ হচ্ছে, এমন কারো সাথে বন্ধুত্ব না করা, যাকে আপনি চিনেন না।
হ্যাকারকে আপনার বন্ধু নির্বাচন করলে, হয়তো সে আপনার টাইমলাইনে স্প্যাম পোস্ট ট্যাগ করে আপনাকে বিব্রত করতে পারে।
এমনকি একাউন্ট হ্যাক করার জন্য আপনাকে হ্যাকিং লিংক মেসেজ করতে পারে।
ফেসবুক – সাধারণ সতর্কতা
ইমেল(Email)
অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির একটি হল, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি( Secondary Email ID)ইমেল আইডি যুক্ত করা।
আপনার প্রোফাইল হ্যাকড হলে এটি আপনাকে সহায়তা করবে। ফেসবুক Secondary Email আইডিতেও অ্যাকাউন্ট পুনরুদ্ধারের তথ্য প্রেরণ করবে।
সুতরাং আপনি যখন সেকেন্ডারি ইমেল আইডি যুক্ত করবেন, ফেসবুক ইমেল নিশ্চিতকরণের জন্য আপনার নিজের ইমেল ইনবক্সে মেলটি পরীক্ষা করে ইমেল ঠিকানাটি যাচাই করতে হবে।
আপনার মোবাইল নম্বরটি ফেসবুক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করা:
আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বরটি সংযুক্ত করা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে সত্যিই আপনাকে অনেক সাহায্য করবে।
যেমন কেউ যখন আপনার এফবি অ্যাকাউন্টটি হ্যাক করে। আপনি সহজেই মোবাইলের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হবেন।
যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অস্থায়ীভাবে লক করা থাকে আপনার সংযুক্ত মোবাইল নম্বর দিয়ে এটি নিশ্চিত করে আপনি এটিতে অ্যাক্সেস অর্জন করতে পারেন।
ফেসবুক – সুরক্ষা সেটিংস:
লগইন নটিফিকেশন:
অন্য কেউ যখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করছেন তখন এই ফিচারটি আপনাকে নটিফিকেশন পেতে সহায়তা করবে।
আপনি আগে ব্যবহার করেননি এমন কম্পিউটার বা মোবাইল থেকে আপনার এফবি অ্যাকাউন্টটি অ্যাক্সেস করার চেষ্টা করছে, তখন ফেসবুক আপনাকে আপনার ইমেল ইনবক্স, মোবাইল ইনবক্সে একটি বার্তা প্রেরণ দ্বারা অবহিত করবে।
সিকিউর ব্রাউজিং
সেটিংসে উপরের অংশে ‘সিকিউর ব্রাউজিং’ অপশন পাবেন৷ এই অপশনে‘ব্রাউজ ফেসবুক অন অ্যা সিকিউর কানেকশন (এইচটিটিপিএস) হোয়েন পসিবল’ বক্স চেক করবেন৷ এটাও আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে সহায়তা করবে।
বিশ্বস্থ বন্ধু(Trusted Contacts)
যদি কখনো আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে সমস্যা হয়। তবে এই ফিচারটিতে আপনার নির্ধারিত বিশ্বস্থ বন্ধু(Trusted Contacts) আপনাকে সহায়তা করতে পারে।
সন্দেহজনক লিংকে ক্লিক
অন্য কোনও তৃতীয় পক্ষের সাইটগুলিতে কখনও আপনার লগইন তথ্য দিবেন না।
কখনও কখনও কিছু লোক বা পেইজ আপনাকে ফ্রি লাইক, ফ্রি ফলোয়ার্স, ফ্রি পোকার চিপস ইত্যাদির মতো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আপনাকে অবশ্যই এগুলি থেকে দূরে থাকতে হবে।
আপনি যদি কখনও ফেসবুকে নিজের পাসওয়ার্ডটি পুনরায় প্রবেশ করতে বলা হয় (যেমন: আপনি নিজের অ্যাকাউন্ট সেটিংসে পরিবর্তন করছেন) URL এ পৃষ্ঠাটির ঠিকানাটি facebook.com ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখুন।
কোনও লিঙ্কে ক্লিক করার আগে ভাবেন। সন্দেহজনক লিঙ্কগুলি কখনই ক্লিক করবেন না, এমনকি যদি সে আপনার পরিচিত বন্ধু বা কোনও সংস্থার কাছ থেকে আসে।
যখন দেখবেন আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য কোনো পোস্ট বা বার্তা পাঠানো হচ্ছে, তাহলে রিপোর্ট করুন।
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us