ফেসবুক ভেরিফায়েড করবেন যেভাবে।

প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২১

ফেসবুক ভেরিফায়েড করবেন যেভাবে।
booked.net

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিখ্যাত মানুষদের নামের পাশে সুন্দর একটি নীল-সাদা টিক চিহ্ন প্রায়ই দেখা যায়। সাধারণত অভিনেতা, সংগীতশিল্পী, রাজনীতিবিদ, লেখক ও ইনফ্লুয়েন্সারদের নামের পাশেই দেখা যায় এই ‘ভেরিফায়েড’ চিহ্নটি। আপনিও চাইলে অতি সহজেই আপনার ব্যক্তিগত বা ফেসবুক পেজকে ভেরিফারেড (ব্লু ব্যাজ) করতে পারবেন।

তবে বিখ্যাত কেউ না হলেও আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ফেসবুক অ্যাকাউন্টকে ভেরিফারেড করতে পারবেন আপনি নিজেই। আর এর জন্য প্রয়োজন ফেসবুকের কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। সঠিকভাবে সম্পন্ন করলে আপনার নামের পাশেও পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ‘ব্লু ব্যাজ’ চিহ্নটি।

ফেসবুক বলছে, প্রোফাইল বা পেইজের পোস্ট ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করবে ব্লু-ব্যাজ। সাংবাদিক, রাজনীতিবিদ, তারকা হিসেবে সহজেই ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করা যায়। এছাড়া নির্ধারিত ক্যাটাগরির ফেসবুক পেইজও ভেরিফায়েড করা সম্ভব।

নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ভেরিফাই করলেই ব্লু-ব্যাজ পাওয়া যায়। প্রোফাইল বা পেইজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে ফেসবুক দীর্ঘদিন ধরে এমন সুবিধা দিচ্ছে।

ফেসবুক প্রোফাইল বা পেজ ভেরিফায়েড করতে নিচের ধাপগুলো অনুস্বরণ করুন-

১. প্রথমে এই ঠিকানায় প্রবেশ করুন;

২. এরপর পেইজ বা প্রোফাইল নির্বাচন করুন;

৩. ডকুমেন্ট (ড্রাইভিং লাইসেন্স/এনআইডি/পাসপোর্ট) সংযুক্ত করুন;

৪. ক্যাটাগরি নির্বাচন করুন;

৫. দেশ নির্বাচন করুন;

৬. কেন ভেরিফাই করতে চান, কারা আপনাকে ফলো করে, কেন ফলো করে এ বিষয়গুলো ব্যাখ্যা করবেন;

৭. আপনার নিজের/প্রতিষ্ঠানের যদি ভিন্ন কোনো নাম থাকে (এক/একাধিক) লিখুন। অথবা ভিন্ন ভাষায় একই নাম যেভাবে লিখেন তা লিখুন। প্রয়োজনে নামের বিষয়েও ব্যাখ্যা দিতে পারেন;

৮. ৫টি লিংক দিতে হবে। তার মধ্যে ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিয়ে লেখা ৩-৪টি সংবাদের লিংক দিন। ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির স্ব নামে প্রকাশিত সংবাদের লিংকও দেওয়া যাবে। এছাড়া ভিন্ন সোশ্যাল মিডিয়ার ১-২টি লিংক দিতে হবে।

৯. এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।

সব তথ্য দিয়ে সাবমিট করার কিছু সময়ের মধ্যেই ফেসবুক আপনার আবেদনের অবস্থা জানাবে।

Ad

Follow for More!