প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুন ১, ২০২১
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন কর্মধা । পশ্চিমে পৃথিমপাশা ইউনিয়ন দক্ষিণে ও পূূূর্বে ভারতের আসাম, উত্তরে কুলাউড়া ইউনিয়ন ।
প্রবীণ ব্যক্তিদের সাথে আলাপে জানা যায় ইউনিযনের নামকরণ হয় সৈয়দ করম আলীর নামে। করম আলীকে এলাকার মানুষ সম্মান করে করম দা বলে ডাকতো । করম দা থেকে কর্মধা নামের উৎপত্তি । সৈয়দ করম আলীর পৈত্রিক বসতবাড়ি পার্শ্ববর্তী রাজনগর থানায়। তাঁর পিতার নাম সৈয়দ সাদরঙ শাহ।
[ ১ নং বরমচাল ইউনিয়নের তথ্য ও ঐতিহ্য ]
ইউনিয়নরে মোট আয়তনঃ ৯,৯১০ হেক্টর (২৪৪৮৫ একর)
২০০১ সালের অদমশুমারীর তথ্য অনুযায়ী ইউনিযনের মোট জনসংখ্যাঃ ৩৭,৩৫৯ জন ।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহঃ
ইউনিয়নের দর্শনীয় স্থানসমূহঃ
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us