করোনা আপডেট : কুলাউড়ায় আরও ১৬ জন শনাক্ত।

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

করোনা আপডেট : কুলাউড়ায় আরও ১৬ জন শনাক্ত।
booked.net

 

রাহিম আহমেদ মান্নাঃ– মৌলভীবাজার জেলার মধ্যে কুলাউড়ায় সবচেয়ে বেশি করোনা রোগী (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে আজ মঙ্গলবার (৬ জুলাই) ১৬ জনের নমুনা পরীক্ষায় করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়।

করোনাক্রান্তরা হলেন- কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবিকা রুসনা বেগম, পৌর শহরের ইসরাক হামীম মাহী, উছলাপাড়ার মাহবুব আলম ও জান্নাত আরা খাঁন, লক্ষীপুর মিশন এলাকার জাহানারা বেগম, ফটিগুলীর বঙ্গজিত সিনহা,সাদেকপুরের শিরিন জান্নাতুন চৌধুরী ও ফজলুর রহমান চৌধুরী, নন্দনগরের শ্যামলী রাজিয়া আক্তার,কর্মধার ফরিদ আহমদ, কাদিপুরের আবু রওশন চৌধুরী, মনসুর এলাকার রুসনা বেগম, সমির হোসেন ও শিমাতুল জান্নাত, জয়চন্ডী ইউনিয়নের লায়লা বেগম ও শিপরা রানী ধর।

আরো পড়ুনঃ   বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট। গরীব দেশগুলো দিশেহারা। 

করোনা আক্রান্ত ১৬ জন গত রোব ও সোম বার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের স্যাম্পল জমা দেন। রিপোর্টে আজ তাদের করোনা পজিটিভ আসে। হাসপাতাল কর্তৃপক্ষ করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন করে নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad