রাত পোহালেই কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচন।

প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৪

রাত পোহালেই কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচন।
booked.net

এইচ ডি রুবেল:- রাত পোহালেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন শৃংখলা বাহিনী’র তৎপরতা ও প্রস্তুতির শেষ পর্যায়ে উক্ত নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

দেশের আরেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নির্বাচন বয়কটের মুখে ভোটার উপস্থিতি নিয়ে জল্পনা কল্পনা ও চুল-ছেঁড়া বিশ্লেষণের পাশাপাশি প্রার্থীদের মধ্যে আছে অভিযোগ পাল্টা অভিযোগ। এদিকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচার প্রচারণা বন্ধ থাকলেও নীরবে স্থানীয় ভোটারদের সাথে যোগাযোগ রাখছেন অংশগ্রহণ কারী প্রার্থী ও তাদের অনুসারীরা। সবকিছু ছাপিয়ে কার মুখে হাসি ফুটছে তা দেখার জন্য আগামীকাল রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে কুলাউড়াবাসীকে।

 

এবারকার কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কাপ পিরিছ প্রতীক নিয়ে দলের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, দোয়াত কলম মার্কায় আল ইসলাহ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ এবং মোটর সাইকেল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাংবাদিক কামাল হাসান।

 

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মইনুল ইসলাম সবুজ, রাজকুমার কালোয়ার রাজু,মো. সাইফুল ইসলাম কুতুব, আফজাল হোসেন সাজু ও পূরং উরাং।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম।

 

উল্লেখ্য, কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে গত ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad