রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষকদের বিদায়  সংবর্ধনা।

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষকদের বিদায়  সংবর্ধনা।
booked.net
Manual7 Ad Code

সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের ১১
জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতায়  বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ৭ জন ও মরণোত্তর ৪ জন সহ মোট ১১ জন শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হাজী ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের সভাপতিত্বে ও শিক্ষক মো. রুনু মিয়ার পরিচালনায় এ সময়  প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ। বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অব.প্রধান শিক্ষক মো. খুর্শেদ আলম, সহকারী শিক্ষক জাহানারা খানম চৌধুরী, মো. ইব্রাহিম আলী ও মো. ইয়াজিদ আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।

Manual8 Ad Code

এ ছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য মারুফ আহমেদ নাজিম, সফি সাদি কেজি স্কুলের অধ্যক্ষ মসিউর রহমান জুয়েল, প্রতিষ্ঠানের শিক্ষক আদিত্য চন্দ্র
দাস, মো. তারেক আহমদ ও অংশুমান চৌধুরী, প্রমুখ।

Manual4 Ad Code

বিদায়ী ১১ জন শিক্ষকদের মধ্যে রয়েছেন অবঃ প্রধান শিক্ষক মো.নাদির আলী (মরণোত্তর), অব. প্রধান শিক্ষক মো. মোবারক আলী, অব. প্রধান শিক্ষক (ভার.) মো. চেরাগ উদ্দিন আহমদ (মরণোত্তর), অব. প্রধান শিক্ষক মো. খুর্শেদ আলম, অব. প্রধান শিক্ষক (ভার.) মো. খালিক, সহকারী শিক্ষক সুবিকাশ ভট্টাচার্য (মরণোত্তর), অব. সহকারী শিক্ষক জাহানারা খানম চৌধুরী, অব.সহকারী শিক্ষক মো. ইব্রাহিম আলী, অব. সহকারী শিক্ষক পুলিন চন্দ্র মালাকার, অব. সহকারী শিক্ষক বিধু ভূষণ দে (মরণোত্তর) ও অব. সহকারী শিক্ষক মো. ইয়াজিদ আলী।

Manual1 Ad Code

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট, মানপত্র ও ১টি করে ছাতা প্রদান করা হয়।

Manual1 Ad Code

ছবিঃ- সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!