রকেট হামলায় ইউক্রেনে  বাংলাদেশি নাবিক নিহত।

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২২

রকেট হামলায় ইউক্রেনে  বাংলাদেশি নাবিক নিহত।
booked.net
Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ- ইউক্রেনের কৃষ্ণসাগর তীরে জাহাজে রকেট হামলায় মো. হাদিসুর রহমানের (৪৭) নামে একজন বাংলাদেশি নাবিক মারা গেছেন।হাদিসুর রহমানের গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে। তিনি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  তাছাড়া এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Manual3 Ad Code

জানা যায়, বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ২৫ মিনিটে যুদ্ধবিমান থেকে রকেট হামলায় বাল্কটির ডেকে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে জাহাজের ক্রু ও নাবিকরা। এতে ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান।

Manual4 Ad Code

সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। সেখান থেকে কার্গো নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেয় শিপিং কর্পোরেশন। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

ছবি- ইউক্রেনে হামলার শিকার হওয়া বাংলাদেশের জাহাজ।

Manual5 Ad Code

Ad

Follow for More!