মৌলভীবাজার’০২ আসনে বিএনপি’র সর্বকনিষ্ঠ মনোনয়ন প্রত্যাশী রুবেল।

প্রকাশিত: ৫:০২ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫

মৌলভীবাজার’০২ আসনে বিএনপি’র সর্বকনিষ্ঠ মনোনয়ন প্রত্যাশী রুবেল।
booked.net

স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে মৌলভীবাজার -২ সংসদীয় আসন। এখানে ভোটার সংখ্যা প্রায় ৩ লক্ষ। প্রধান উপদেষ্টা ডক্টর মো.ইউনুস এর কথা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনের ডেডলাইন ঘোষণার পর এই আসনে চলছে নির্বাচনের উত্তাপ।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর মধ্যে হতে যে কজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে তার মধ্যে সর্বকনিষ্ঠ ব্যক্তি যুক্তরাষ্ট্র প্রবাসী সিদ্দিক হোসাইন রুবেল। তিনি বর্তমানে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

 

রুবেল কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের বাসিন্দা। তিনি কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কুলাউড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে গিয়ে নিউইয়র্কের লাগার্ডিয়া কমিউনিটি কলেজ থেকে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে রুবেল নিউইয়র্ক ও বাংলাদেশে একাধিক ব্যবসা পরিচালনার পাশাপাশি কমিউনিটি নেতৃত্বেও বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন।

 

টিলাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসাইন রুবেল বলেন,“বিগত দেড় দশক ফ্যাসিবাদী শাসনে দেশের ভোটারদের মনোজগতে ব্যাপক পরিবর্তন এসেছে। মানুষ এখন শুধু মার্কা দেখে নয়, প্রার্থীর ব্যক্তিগত সততা, রাজনৈতিক পরিচ্ছন্নতা এবং তারুণ্য নির্ভর নেতৃত্ব বিবেচনায় ভোট দিতে চায়। সেই বিবেচনায় আমি নিজেকে একজন উপযুক্ত প্রার্থী মনে করি।” জাতীয়তাবাদী দল বিএনপি তাকে ধানের শীষ প্রতীক দিলে দলের মধ্যে নতুন উদ্দীপনা ফিরবে উল্লেখ করে তিনি আরও বলেন, সবসময় নেতাকর্মীদের পাশে ছিলাম,আছি এবং থাকবো।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad