ভাটেরায় চোরাই মালামাল সহ গ্রেপ্তার ৩।

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১

ভাটেরায় চোরাই মালামাল সহ গ্রেপ্তার ৩।
booked.net

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদ দাতাঃ- পুলিশের অভিযানে তিন দিনের মধ্যে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে চুরিয়ে যাওয়া দোকানের মালামাল উদ্ধার করা হয়েছে। পহেলা জুলাই রাতে ভাটেরা স্টেশন বাজারের ‘তামাম ফ্যাশন’ নামে এক কাপড়ের দোকানে এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।

Manual7 Ad Code

জানা যায়, প্রতিষ্ঠান টির মালিক মো. শিবলু মিয়া প্রতিদিন কার মতো রাতে দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরদিন এসে দেখতে পান দোকানের মূল্যবান শাড়ি ও লুঙ্গি সহ প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে ।

পরবর্তীতে তিনি এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি গুরুত্বের সহিত আমলে নিয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের সার্বিক তত্বাবধানে এসআই মো. মাসুদ আলম ভূঁঞার নেতৃত্বে একদল চৌকষ পুলিশ সিলেট সহ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল সহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Manual5 Ad Code

আরো পড়ুনঃ লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে তৎপর প্রশাসন। মাঠে রয়েছে সেনাবাহিনী।

ওসি জানান, সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে চোরাই কাজে ব্যবহৃত সিএনজি গাড়ি শনাক্ত করে শনিবার (৩ জুলাই) পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার সিএনজি পাম্প থেকে সিএনজি ড্রাইভার ও মালিক আসামি আব্দুল কালাম কে তার সিএনজি গাড়ি সহ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তার তথ্যানুযায়ী অপর আসামি কামরুল ইসলামকে পার্শ্ববর্তী জুড়ী থানাধীন ভোগতেরা এলাকা থেকে গ্রেপ্তার করে এবং তাদের তথ্যানুযায়ী সিলেট শহরের বন্দরবাজারস্থ হাসান মার্কেটের ৩৬/৩৭ নং দোকানে অভিযান চালিয়ে ৩ নং আসামি মালেক মিয়াকে গ্রেপ্তার করে চুরিয়ে যাওয়া ১ লাখ ৮৩ হাজার ৫ শত টাকার মালামাল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত সকল আসামিদের রোববার (৪ জুলাই) মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!