পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভূকশিমইল ইউনিয়নের অসহায় ও গরীব মানুষের পাশে মানবিকতার পরশ নিয়ে দাঁড়িয়েছে কুলাউড়ার ভূকশিমইল স্কুল এন্ড কলেজের এসএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা।
.
ভূকশিমইল ইউনিয়নের সবকটি ওয়ার্ডের ৬২জন নিম্ন আয়ের মানুষের মাঝে জনপ্রতি নগদ ১ হাজার টাকা করে মোট ৬২হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
.
৮ মে শনিবার বিকেল ৩টায় ভূকশিমইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই আর্থিক অনুদান তুলে দেয়া হয়। আর্থিক অনুদান তুলে দেয়ার পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভূকশিমইল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ মাশুক।
.
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাশুক বলেন, মানুষ ছাড়া মানবিক হতে পারে না। একজন শিক্ষক হিসেবে তাঁর শিক্ষার্থীদের এমন মানবিক কাজকে সাধুবাদ জানাই। সরকারের পাশাপাশি সামাজিক প্রেক্ষাপটে এমন সংগঠনরা সমাজের কল্যাণে এগিয়ে আসলে দেশের চিত্র আমুল পরিবর্তন হবে, নিঃসন্দেহে। আজ যারা অসহায়দের পাশে দাঁড়িয়েছে তারা অবশ্যই ভালো মানুষ। মনুষ্যত্ব আছে বলেই মানবিকতার টানে মানুষের সহায়তায় তারা এগিয়ে এসেছে।
.
.
ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনিরের সভাপতিত্বে ও এসএসসি ৯৭ ব্যাচের মুসা খান ও শামীম খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে প্রদান করেন ভূকশিমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল মনছুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আরএমও ডা. জাকির হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, ইউপি সদস্য মো. শাহেদ মিয়া। ৯৭ ব্যাচের সদস্যদের মধ্যে বক্তব্যে দেন মো. আবুল ফজল, মো. ফয়াজ আলী, ধীরেন্দ্র মোহন দাস, মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও বক্তব্য প্রদান করেন স্কুলের প্রাক্তন ছাত্র দৈনিক ভোরের দর্পনের স্টাফ রিপোর্টার জামিল আহমদ।
.
৯৭ ব্যাচের আর্থিক সহযোগিতা করেছেন- আব্দুর শুকুর (কাতার প্রবাসী ) , আক্তারুজ্জামান, আবু জাফর (আমেরিকা প্রবাসী ), সায়েদুল ইসলাম বাচ্চু, ছালাম উদ্দিন (দুবাই প্রবাসী ), মশাহিদ আলী, নাজমুল ইসলাম,ছায়াদ আহমদ( সৌদিআরব প্রবাসী ), মেহের উদ্দিন ঝুনু, জসিম উদ্দিন, সামছুল ইসলাম(ইতালি প্রবাসী ), তারা মিয়া, মাহবুবুর রহমান খালেদ, রফিকুল ইসলাম(লন্ডন প্রবাসী) প্রমুখ।