ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসি’র।

প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৩

ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসি’র।
booked.net

অনলাইন ডেস্কঃ- ভারতীয় আম্পায়ারের যতীন কেশ্যাপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযোগের কথা জানিয়েছে আইসিসি। ১৯ মে থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে এই আম্পায়ারকে।

গত বছর ওমানে এশিয়া কাপের বাছাইপর্বের এক ম্যাচে দুর্নীতি দমন ইউনিটের বিধি ভেঙেছেন বলে অভিযোগ আনা হয়েছে যতিনের বিরুদ্ধে। তিনি স্থানীয় আম্পায়ার হলেও আন্তর্জাতিক টুর্নামেন্ট বলে কাশ্যপের বিপক্ষে তদন্ত শুরুর করার অধিকার আছে আইসিসির।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, যতিনের বিরুদ্ধে ২.৪.৬ ও ২.৪.৭ ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে,গত অক্টোবরেই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে কাশ্যপের ব্যাপারে বিস্তারিত জানতে চায় আইসিসি।

তবে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব দিলশের খান্না পিটিআইকে বলেন, ‘পাঞ্জাব ক্রিকেটের সঙ্গে এসব অভিযোগের কোনো সম্পর্ক নেই। সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্টই বলা আছে, আন্তর্জাতিক ম্যাচের ওপর করা তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’

Ad