প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪
আব্দুল কুদ্দুস:- আখাউড়া-সিলেট রেল সেকশনের ভাটেরা এসটি আলীম মাদ্রাসা সংলগ্ন রেল গেটে পারাবত ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ ঘটেছে। শনিবার বেলা ২টার দিকে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে মাইক্রোবাসের ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ও অপরজনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের হাফিজ আবদুল বাছিতের স্ত্রী জলি বেগম (৪৫), নজিব আলীর ছেলে তাহছিন আহমদ (১৪), জামাল আহমেদের ছেলে ফাহাদ মিয়া (১৫) ও আছকির আলীর ছেলে রিয়াদ আহমদ (৭)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাটেরা বাজার সংলগ্ন সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা রেল গেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়। সিলেট অভিমুখী ট্রেন আসতে দেখে মাইক্রোবাসের সামনে বসে থাকা ১জন যাত্রীসহ গাড়ির চালক দ্রুত লাফ দিয়ে নেমে পড়লেও পেছনের কেউই নামতে পারেননি। এসময় পারাবত এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাছাড়া মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ৩ জনকে সিলেট ওসমানী হাসপাতাল ও ১ জনকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ছবিঃ- দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us