কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোর এর মৃত্যু।

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মে ৯, ২০২১

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোর এর মৃত্যু।
booked.net

এইচ ডি রুবেল : কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহেল আহমদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৯ মে) বিকালে রবিরবাজারের সাব-স্টেশনের ১১ হাজার ভোল্টের মেইন লাইনে এ দুর্ঘটনা টি ঘটে। নিহত কিশোর পৃথিমপাশা গ্রামের এনায়েত‌ উল্লার ছেলে।
.
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে রবিরবাজারের সাব-স্টেশনের ১১ হাজার ভোল্টের মেইন লাইনের বিদ্যুতের খুঁটিতে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় রুহেল। পরে তাকে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.
বিষয়টি নিশ্চিত করে পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আলী বাকর খাঁন হাসনাইন জানান,পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহেল আহমদের মৃত্যু হয়।
.
অপরদিকে উপজেলার কর্মধা ইউনিয়নের হাসিমপুর এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ করাকালীন সময় জুনেদ মিয়া (১৮) নামে এক নলকূপ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় । নিহত জুনেদ মিয়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ এলাকার আবুল মিয়ার ছেলে।

“আত্মহত্যার প্ররোচনার” মামলার আইনের বিধি-বিধান এবং অধিকাংশক্ষেত্রে খারিজ হবার বাস্তবতা!  ♦

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!