মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নে সম্মাননা পেলেন মঈন উদ্দিন।

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নে সম্মাননা পেলেন মঈন উদ্দিন।
booked.net

 

আব্দুল কুদ্দুসঃ- মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন কুলাউড়ার টিলাগাঁও অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো.মঈন উদ্দিন আহমেদ মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের জন্য সম্মাননা পেয়েছেন। বুধবার (৬ এপ্রিল) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী তাকে এ সম্মাননা (স্মারক নং ৩০৭) প্রদান করেন।

লাইন টেকনিশিয়ান মঈন উদ্দিন আহমেদ মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন উপজেলার টিলাগাঁও ও শরীফপুর ইউনিয়নে দীর্ঘদিন থেকে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন। মুজিববর্ষে তিনি আলোর ফেরিওয়ালা হয়েও এই দুই ইউনিয়নে গ্রাহকদের নতুন মিটার সংযোগ স্থাপন করেছেন।

মঈন উদ্দিন আহমেদ এলাকার গ্রাহকদের নিকট থেকে বৈদ্যুতিক ব্যাপারে কোন ধরনের সমস্যা কিংবা অভিযোগ পেলেই তিনি দ্রুত ছুটে যান তাদের দ্বারে। অভিযোগ কেন্দ্রের অন্যান্য লাইনম্যানদের নিয়ে সেগুলোর দ্রুত সমাধানও করেন। গ্রাহকদের হয়রানি না করে তিনি দ্রুত সমস্যার সমাধান’ও দেন। এজন্য ২০২০ সালের ২৭ এপ্রিল টিলাগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাকে মুজিব বর্ষের সম্মাননা প্রদান করা হয়।

পল্লীবিদ্যুৎ টিলাগাঁও অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মঈন উদ্দিন আহমেদ জানান, এই সম্মাননা পেয়ে তিনি অভিভূত। সকলের সম্মিলিত সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এমনকি এই সম্মাননা তার কাজের গতি এবং উৎসাহ আরো বাড়িয়ে দিয়েছে।

ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, লাইন ট্যাকনেশিয়ান মঈন উদ্দিন আহমেদের কর্মদক্ষতা, সততা ও গ্রাহক সদাচারনে অফিস পরিচালনা এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নে টিলাগাঁও ও হাজীপুর ইউনিয়নে উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরুপ
উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে এ বছর তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad