প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কেজি শিক্ষার্থীরা!

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কেজি শিক্ষার্থীরা!
booked.net

স্টাফ রিপোর্ট:- বৈষম্যহীন নতুন বাংলাদেশে এবার চরম বৈষম্যের শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। আসন্ন সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় এবার অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে না কিন্ডারগার্টেন (কেজি) স্কুলের শিক্ষার্থীদের। এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কুলাউড়া উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহল। তারা বলেন, একই বই ও কারিকুলামে কেজি স্কুলের শিক্ষার্থীরা পাঠগ্রহণ করলেও এবারই প্রথম সরকারি মেধাবৃত্তি পরিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। অথচ বিগত বছরগুলোতে সমাপনী পরিক্ষা (পিএসসি)সহ মেধাবৃত্তি পরিক্ষায় সকল স্তরের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। সর্বশেষ ২০২২ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষায়ও কেজি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বেশ ভালো ফলাফল অর্জন করেছিলো। এইবারই প্রথম অদৃশ্য কারণে কেজি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দিয়ে কোমলমতি শিশুদের সাথে চরম বৈষম্য করা হচ্ছে যা বৈষম্যহীন নতুন বাংলাদেশের চেতনায় প্রথম চপেটাঘাত!

 

এমন সংবাদে ক্ষুব্ধ কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) কুলাউড়ার নেতৃবৃন্দ রবিবার (৪ মে) কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভূঁঞার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) কুলাউড়ার উপদেষ্টা পরিষদ সদস্য আবুল মনসুর, কার্যকরী পরিষদের সভাপতি সুজিত দেব, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সহ সভাপতি ইমদাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হোসেন ও ফেরদৌসুর রহমান চৌধুরী তাফিন, মধ্য ক্লাস্টার সেক্রেটারি ঝুমা রাণী নাথ, উত্তর ক্লাস্টার সেক্রেটারি মাহবুব খান, সহ কোষাধ্যক্ষ হোসেন মোবারক, প্রচার সম্পাদক দীপক দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলা উদ্দিন, সদস্য শিউলি রাণী দেবী, রিপন চন্দ্র দেব ও সুয়েব আহমদ,প্রমূখ।

 

শিক্ষা কর্মকর্তা কেটিএফ নেতৃবৃন্দকে জানান, ”ডিসি মহোদয়ের নেতৃত্বে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে জুম মিটিংয়ে তাঁদেরকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, এবার সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় কেজি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেনা মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটি হুবহু তাদেরকে জানিয়ে দিতেও নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে তাঁদের প্রতি কতৃপক্ষের আরো কঠোর নির্দেশনাও রয়েছে।”

 

এমন বৈরিতা এবং বৈষম্যমূলক সিদ্ধান্তে কেটিএফ পরিবারসহ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ চরম ক্ষুদ্ধ হয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালো চব্বিশ,যে বৈষম্য দূর করার জন্য তাজা রক্ত-প্রাণ ঝরালো শিশু-কিশোর- তরুণরা। তারাই আজ চরম বৈষম্যে চরম হতাশ!

 

পঞ্চম শ্রেণির কোমলমতি শিশু শিক্ষার্থীদের প্রতি এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কেটিএফ কুলাউড়ার নেতৃবৃন্দ। তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানান।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!