প্রথমবারের মতো জার্মানির কোলন মসজিদের মাইকে আজান।

প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

প্রথমবারের মতো জার্মানির কোলন মসজিদের মাইকে আজান।
booked.net

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

অনলাইন ডেস্কঃ- প্রথমবারের মতো জার্মানির কোলন মসজিদে মাইকে আজান প্রচারিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) আজান প্রচারের মধ্য দিয়ে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে বলা হয়, মাইকে আজান প্রচারের অনুমতি দানের জন্য শহর কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের ইসলামি ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স এর সেক্রেটারি জেনারেল আবদুর রহমান আটাসয়।

পাইলট প্রজেক্টের আওতায় শহর কর্তৃপক্ষ মাইকে আজানের অনুমতি প্রদান করেন। তবে এক্ষেত্রে মাইকে আজানের শব্দ ৬০ ডেসিবলের মধ্য থাকতে হবে বলে শর্ত জুড়ে দেয়া হয়।

উল্লেখ্য, জার্মানির সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবেন। তবে স্পিকারে আজান দেয়ার ক্ষেত্রে দেশটিতে কিছু বিধি বিধান রয়েছে।

Manual3 Ad Code

Ad

Follow for More!