পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্র ২৫ শয্যায় উন্নীতকরণের দাবীতে মানববন্ধন।

প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্র ২৫ শয্যায় উন্নীতকরণের দাবীতে মানববন্ধন।
booked.net

আব্দুল কুদ্দুসঃ-  কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যায় উন্নীতকরণ এবং হাসপাতালে নিয়মিত ডাক্তারের দায়িত্ব পালনের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় স্থানীয় রবিরবাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা জাসদ নেতা আব্দুল গাফফার কায়ছুলের সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন, উপজেলার ৪/৫টি ইউনিয়নের মানুষের যাওয়া-আসার কেন্দ্রস্থল হচ্ছে রবিরবাজার। বিভিন্ন ইউনিয়নের লোকজন রবিরবাজার এসে সেখানকার উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নেন। কিন্তু এখানে নিয়মিত ডাক্তার থাকেন না। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ পাওয়া যায় না। তাছাড়া রক্ষণা-বেক্ষনের অভাবে হাসপাতালের আশপাশে ময়লার ভাগাড় জমে উঠেছে। সুচিকিৎসা না পেয়ে অনেকেই চলে যায়।এ ব্যাপারে বক্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

স্থানীয় রবিরবাজার সোসাইটির আয়োজনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের লোকজন একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন সাবেক কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, ইউপি সদস্য গোলাম হোসেন, কমরেড আব্দুল আহাদ, সাংবাদিক আব্দুল হামিদ, সমাজ সেবক বাবুল আহমদ, শেখ নজরুল ইসলাম,  কাজী মাও. রফিকুল ইসলাম, ফারুক হোসেন, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad