আজ পবিত্র লাইলাতুল কদর।

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

আজ পবিত্র লাইলাতুল কদর।
booked.net

ধর্ম ডেস্ক:- হাজার মাসের চেয়েও সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল কদর। মহা মহিমান্বিত এই রাত মুমিন মুসলমানের জন্য আল্লাহপ্রদত্ত সেরা নেয়ামত। মহান আল্লাহ এই রাতের মাহাত্ম্য বর্ণনা করে একটি পূর্ণাঙ্গ সুরা অবতীর্ণ করেছেন। মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার জোর তাকিদ এসেছে মহানবীর (স.) পক্ষ থেকে। তাই পরম এই রাতটিতে ইবাদত-বন্দেগিতে ডুবে থাকতে চান প্রতিটি মুমিন -মুসলমান। মুসলমানরা ২৬ রমজান দিবাগত রাতটি ‘লাইলাতুল কদর’ পাওয়ার সর্বাধিক আশায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে থাকেন। সে হিসেবে আজ ২৬ রমজান বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র ‘লাইলাতুল কদর’। দিবসের আলোকরেখা পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরই মুসলমানের কাছে সমাসীন হবে পরম কাঙ্ক্ষিত মহামহিমান্বিত রজনি। ‘লাইলাতুল কদর’ অভাবনীয় মহাসম্মানিত। মহাকল্যাণ আর সৌভাগ্যের রজনি।

 

পবিত্র কুরআনের সুরা কদর-এ মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি ইহা (কুরআন) অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো মহিমান্বিত কদরের রাত কী? লায়লাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ।’ সহিহ্ হাদিস অনুযায়ী ২০ রমজানের পর যে কোনো বেজোড় রাত কদর হতে পারে। তবে, ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদরের সম্ভাবনা বেশি বলে কোনো কোনো মুহাক্কিক আলেমের অভিমত। মহানবী হজরত মুহাম্মদ (স.) রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। লাইলাতুল কদর শব্দবন্ধটি আরবি। আরবি ভাষায় ‘লাইলাতুন’ অর্থ হলো রাত্রি বা রজনি এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এ ছাড়া এর অন্য অর্থ হলো ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। মুফাসসিররা বলেন, ‘লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা সর্বোত্তম। তার সঠিক পরিমাণ কত, তা আল্লাহই সর্বজ্ঞাত।’

 

মুসলিম সম্প্রদায়ের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে লাইলাতুল কদরে র ফজিলত অতুলনীয় -অভাবনীয়। আল্লাহতায়ালা স্বয়ং এ রাতের দুটি নাম রেখেছেন। লাইলাতুল কদর বা মহাসম্মানিত রাত ও লাইলাতুল মুবারাকাহ বা বরকতময় রাত। এ রাতের সূর্যাস্তের পর থেকে আরম্ভ হয়ে সুবহে সাদেক পর্যন্ত আল্লাহর খাস রহমত সর্বত্র বর্ষিত হতে থাকে। এই লাইলাতুল কদর কুরআন নাজিলের রাত। এ রাতে পৃথিবীর নিকটতম আকাশে আল্লাহ তার রহমত পুঞ্জীভূত করেন এবং মানুষের প্রার্থনা কবুল করেন। আর তার প্রিয় বান্দাদের ওপর রহমত নাজিল করেন। এ রাতে ইবাদত করা হলে পূর্বের পাপসমূহ ক্ষমা করা হয়। (বুখারি প্রথম খণ্ড পৃষ্ঠা-১০)। এ রাতে বিশেষভাবে উক্ত পদ্ধতিতে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল সালাত পড়া উচিত। এ রাতের শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া।

 

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে কুলাউড়া উপজেলার বিভিন্ন মসজিদে রাতে ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও সমূহ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হবে।

Ad