দীর্ঘশ্বাস নিয়ে ফিরছে উন্নয়নশীল দেশগুলো।

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

দীর্ঘশ্বাস নিয়ে ফিরছে উন্নয়নশীল দেশগুলো।
booked.net
Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ- স্কটল্যান্ডের গ্লাসগোর জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলোর কাছ থেকে উন্নয়নশীল দেশগুলো এখনো কোনো জোরালো প্রতিশ্রুতি পায়নি। উন্নয়নশীল দেশগুলোর নেতারা দীর্ঘশ্বাস নিয়ে দেশে ফিরতে হচ্ছে।

কপ২৬-এর চুক্তির খসড়ায় কয়লা ও অন্যসব জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে প্রতিশ্রুতির ব্যাপারে তেমন কোনো বক্তব্য নেই। এদিকে চূড়ান্ত খসড়া চুক্তি আটকে যাওয়ায় সম্মেলনের সময় একদিন বাড়ানো হয়। খবর এপি, এএফপি, বিবিসি ও রয়টার্সের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়-বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য ধনীদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। এর আগে সম্মেলনের সমাপনী দিনে বেশ কিছু ইস্যু নিয়ে সমাধান না হওয়ায় সম্মেলনের সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ জলবায়ু সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নেন।

Manual7 Ad Code

উন্নয়নশীল দেশগুলো বলছে, জলবায়ু সংকটের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের অর্থের দাবি উপেক্ষা করা হচ্ছে। সরকারি ও বেসরকারি উৎস থেকে জলবায়ু অর্থায়নে বছরে ১০০ বিলিয়ন ডলার বাড়ানোর বিষয়েও কোনো আলোচনা করা হচ্ছে না।

Manual2 Ad Code

এদিকে ২০০৯ সালে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করা হচ্ছে না। গ্রিনপিস ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক জেনিফার মরগান বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করার প্রতিশ্রুতিগুলো জোরদার করা উচিত?

Manual1 Ad Code

ধনী দেশগুলোও প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। অর্থ সহায়তা আরও বাড়ানোর প্রস্তাব করেন তিনি। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য উন্নয়ন দেশগুলোর দাবি-সারা বিশ্বে জলবায়ু সংকটে হুমকির মুখে থাকা মানুষের স্বার্থে ধনী দেশগুলোকে অবশ্যই ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে।

বিশ্বের উষ্ণতা সীমিত করার লক্ষ্যে কপ২৬ জলবায়ু সম্মেলনে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো যাবে বলে যুক্তরাজ্যের আয়োজকরা আশা করেন।

এদিকে, গ্লাসগো জলবায়ু সম্মেলনের (কপ২৬) ঘোষণাপত্রের দ্বিতীয় খসড়াতেও সব দেশ একমত হতে পারেনি। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ প্রশ্নে ধনী দেশগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে।

Manual3 Ad Code

সমালোচকরা বলছেন-ঘোষণার খসড়ায় বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্তের বদলে ‘আহ্বান’ ও ‘অনুরোধ’ শব্দের ব্যবহার খুব বেশি বাধ্যবাধকতা তৈরি করবে না। তবে এ রকম নমনীয় ঘোষণাপত্রও আরও নমনীয় হবে কিনা, তা জানার জন্য অপেক্ষার পালা আরও দীর্ঘায়িত হতে পারে।

জলবায়ুবিষয়ক পরবর্তী সম্মেলন কপ২৭ মিসরে অনুষ্ঠিত। উত্তর আফ্রিকার দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রণালয় জানায়, রেড সি রিসোর্ট শারম-ইল-শেখ-এ আগামী বছর অর্থাৎ ২০২২ সালের কপ২৭ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এছাড়া ২০২৩ সালে জলবায়ু সম্মেলনের আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত। এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল-মাকতুম এ তথ্য জানান। বহু বছর পর এটি হবে মধ্যপ্রাচ্যে দ্বিতীয়বার এবং ওপেকভুক্ত কোনো দেশে তৃতীয়বারের মতো বার্ষিক জলবায়ুবিষয়ক আলোচনা।

Ad

Follow for More!