তিন দিন নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে গলা কাটা লাশ উদ্ধার।

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

তিন দিন নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে গলা কাটা লাশ উদ্ধার।
booked.net

স্টাফ রিপোর্ট:- তিন দিন নিখোঁজ থাকার পর কুলাউড়ায় চা বাগান থেকে নাইট গার্ডের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম কানাই প্রাচী (২৫)। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলীছড়া চা বাগানের গহীন জঙ্গলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। এসময় তার গলা কাটা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

নিহতের স্ত্রী শিলা প্রাচী জানান, তার স্বামী একজন দিন মজুর। কাজের পাশাপাশি ব্রাহ্মণবাজারে নাইট গার্ড হিসেবে কাজ করতো। গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

 

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে স্থানীয় বিকাশ গোয়ালা, শিবু গড় ও সৌরভ গড় নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।কুলাউড়া থানার (ওসি তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লাশের ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে স্থানীয় তিনজনকে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad