ট্রেন থেকে ঝাপ দিয়ে রিনা পালের আত্নহত্যা।

প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২১

ট্রেন থেকে ঝাপ দিয়ে রিনা পালের আত্নহত্যা।
booked.net

অনিক রহমানঃ- কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা রিনা পাল (৫৫) নামের এক বৃদ্ধা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাইজগাঁও রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।সিলেট রেলওয়ে থানার ওসি মো. আব্দুস সাত্তার বিষয় টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের অদূরে ট্রেন থেকে হঠাৎ ঝাঁপ দেন রিনা পাল। এতে তিনি গুরুতর আহত হন এবং তার ডান পা কাটা পড়ে।

আরো পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে।- শিক্ষাবোর্ড।

স্থানীয়রা আহত অবস্থায় রিনা পাল’কে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad