চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প। নিহত ৫৩।

প্রকাশিত: ৫:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প। নিহত ৫৩।
booked.net

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:- চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে মঙ্গলবার (৭ জানুয়ারি) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। চীনা মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের এই ভূমিকম্পনের ফলে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটানে কম্পন অনুভূত হয়েছে।

Manual4 Ad Code

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নেপালের লবুশে থেকে ৯৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের রিকাজে থেকে ১৬৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে এবং ভারতের সিকিম থেকে ১৯০ দশমিক ৯ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে।

 

Manual2 Ad Code

এর মাত্রা ছিল রিখটার স্কেলের ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

Manual8 Ad Code

 

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। এখন পর্যন্ত ৬০ জনের আহতের খবর পাওয়া গেছে।

Manual2 Ad Code

Ad

Follow for More!