কুলাউড়ায় বিজ্ঞান মেলা প্রকল্প সম্পর্কিত মতবিনিময় সভা।

প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

কুলাউড়ায় বিজ্ঞান মেলা প্রকল্প সম্পর্কিত মতবিনিময় সভা।
booked.net

Manual2 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে বিজ্ঞান শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্প সম্পর্কিত মতবিনিময় সভা সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আহসান উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উন্নয়ন সংস্থা ওয়াফের নির্বাহী পরিচালক ও টিলাগাঁও ইউপি’র চেয়ারম্যান মো. আব্দুল মালিক।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান আকবর আলী সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুর রহমান, টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর আলী, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুর রহমান কবির, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদ, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস ও ওয়াফের আতিকুর রহমান।

Manual2 Ad Code

মো. সাইফুদ্দিন আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- শাহ্ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহেদ আলী, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক শশাঙ্কর গোস্বামী, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ ও হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সারওয়ার রনি, প্রমুখ।

Manual7 Ad Code

সভায় বক্তারা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াফ কর্তৃক পরিচালিত বিজ্ঞান মেলার ভূয়সী প্রশংসা করে বলেন, এক সময় প্রকল্পের মেয়াদ শেষ হবে। কিন্তু বিজ্ঞান ভিত্তিক এই প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

ছবিঃ-বিজ্ঞান মেলা প্রকল্প সম্পর্কিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন টিলাগাঁও ইউপির চেয়ারম্যান মো. আব্দুল মালিক।

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!