কুলাউড়ায় পৃথক ঘটনায় ২ জন নিহত।

প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২২

কুলাউড়ায় পৃথক ঘটনায় ২ জন নিহত।
booked.net
Manual6 Ad Code

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়ায় অতিরিক্ত গরমে এক বৃদ্ধ এবং পুকুরের পানিতে ডুবে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) উপজেলার কাদিপুর ও ব্রাহ্মণবাজার ইউনিয়নে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায়, বিকেল ৩টায় কাদিপুর ইউনিয়নের কাকিচার গ্রামের চিত্ত বিশ্বাস (৫৫) তার ছেলেকে নিয়ে নৌকাযোগে বাড়ির পাশে হাওরে ঘাস কাটতে যান। সেখানে হঠাৎ তিনি নৌকায় ঢলে পড়েন। ছেলে দিপক বিশ্বাস দ্রুত বাবাকে নিয়ে বাড়ি ফিরেন। ততক্ষণেই তিনি মারা যান। ইউপির চেয়ারম্যান জাফর আহমদ গিলমান জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই চিত্ত বিশ্বাস মারা গেছেন। খবর পেয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনিও অতিরিক্ত গরমে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Manual2 Ad Code

তাছাড়া ওইদিন দুপুরে ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ গ্রামে পুকুরের পানিতে ডুবে জুলি আক্তার (৯) নামে এক শিশু নিহত হয়েছে। শিশু জুলি ওই এলাকার আজমল মিয়ার মেয়ে। পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির সামনে খেলাধুলা করছিল জুলি। পরিবারের অজান্তেই পুকুরের পানিতে পড়ে যায় সে। খোঁজাখোজির একপর্যায়ে পানিতে তার দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। হাসপাতালে নেওয়ার পূর্বেই শিশু জুলি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক জেরিন বেগম।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!