কুলাউড়ার শিকরিয়া সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

কুলাউড়ার শিকরিয়া সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
booked.net

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া উপজেলার শিকরিয়া সীমান্ত থেকে লায়েক মিয়া নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। আটক কৃত লায়েক মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া গ্রামের বাসিন্দা।

Manual8 Ad Code

জানা যায়, প্রতিদিনের মতো গরু চরাচ্ছিল লায়েক একপর্যায়ে আজ সন্ধ্যায় সে গরুর সন্ধানে সীমান্ত এলাকায় ঢুকে পড়লে বিএসএফের সদস্যরা তাকে মারধর করে তাদের জিম্মায় নিয়ে যায়। তবে উক্ত ঘটনায় বিজিবির আলীনগর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লায়েক কে ছেড়ে দিতে অনুরোধ করলে বিএসএফ সদস্যরা তাদের কথা আমলে নেয় নি।

Manual8 Ad Code

এ ব্যাপারে জানতে বিজিবির আলীনগর ক্যাম্পে মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, এ বিষয়ে কেউ আমার সাথে যোগাযোগ করেনি। তাছাড়া বিএসএফ বাংলাদেশী কে ধরে নিয়ে যাওয়ার কোনো অভিযোগ’ও আমার কাছে নেই।

Manual8 Ad Code

ছবিঃ- টহল দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!