কুলাউড়ার মনু নদী ও গোগালীছড়ায় ভাঙন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

কুলাউড়ার মনু নদী ও গোগালীছড়ায় ভাঙন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।
booked.net

Manual4 Ad Code

স্টাফ রিপোর্ট :- টানা বর্ষণ ও আর পাহাড়ি ঢলে কুলাউড়ার পৃথিমপাশা ও টিলাগাঁও ইউনিয়নে মনু নদী এবং কুলাউড়া সদর ইউনিয়নের গোগালীছড়ার বাঁধ ভেঙে ৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ৫টি ইউনিয়নের শতাধিক গ্রামে অন্তত পানিবন্দি অবস্থায় রয়েছেন হাজারো মানুষ। বন্যায় রবিরবাজার-কুলাউড়া সড়কে ব্রীজের ডাইভার্সন ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

কুলাউড়া উপজেলা প্রশাসন জানিয়েছে, প্লাবিত এলাকায় পানিবন্দিদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, টানা বর্ষণে মনু নদীর ২টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৪টা) মনু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

 

পাউবো জানিয়েছে, মনু নদীর রেলওয়ে ব্রীজ পয়েন্টে বিপদসীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 

স্থানীয়রা জানান, নদীর পানি বাড়ছে এবং স্রোত খুবই ভয়াবহ। তাছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্যখাতে। রাস্তাঘাটও তলিয়ে গেছে পানিতে। বাড়িঘরে পানি উঠায় লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।বুধবার সকালে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বন্যা প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

তিনি জানান, কুলাউড়া উপজেলার টিলাগাঁও, জয়চণ্ডী, সদর ইউনিয়ন, রাউৎগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহস্রাধিক মানুষ পানিবন্দি রয়েছেন। পানিবন্দিদের মাঝে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় তিনি সকলকে এগিয়ে আসার আহবানও জানিয়েছেন।

Manual6 Ad Code

 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে নদনদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে। এ ছাড়া যেসব স্থানে বাঁধ ভেঙেছে সেগুলোতে কাজ চলছে বলে তিনি জানান।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!