কুলাউড়ায় হামলা-পাল্টা হামলায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী আহত।

প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৪

কুলাউড়ায় হামলা-পাল্টা হামলায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী আহত।
booked.net

 

স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী একে অপরের বিরুদ্ধে হামলা-পালটা হামলার অভিযোগ তুলেছেন। এ নিয়ে শনিবার মধ্যরাতে হঠাৎ কুলাউড়ায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দুই প্রার্থীর কর্মী- সমর্থকদের মাঝে পুরো উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে চা শ্রমিক প্রতিনিধি রাজকুমার কালোয়ার রাজু’র চশমা প্রতীক এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজের টিউবওয়েল প্রতীকের সমর্থকেরা অনেকটা মুখোমুখি অবস্থানে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে কুলাউড়ায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ এবং চা শ্রমিক নেতা রাজকুমার কালোয়ার রাজু সহ ৫ জন প্রার্থী। গত দু’দিন আগে ব্রাহ্মণবাজার এলাকায়ও এই দুই প্রার্থীর কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তাৎক্ষণিক পুলিশের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়।

 

ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজকুমার কালোয়ার রাজু’র সমর্থকেরা অভিযোগ করেন, শনিবার (৪ মে) রাত প্রায় সাড়ে ৮টার দিকে উপজেলার রাঙ্গিছড়া বাজারে রাজু কালোয়ারের গাড়ি আটক করে তার উপর হামলা করা হয়। এ নিয়ে তিনি (রাজু কালোয়ার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় গণমাধ্যমে লাইভে এসেও অভিযোগ করেন। এর ঘন্টা খানেক পর কুলাউড়া-রবিরবাজার সড়কের পীরের বাজার নামক স্থানে মইনুল ইসলাম সবুজের উপর হামলা করা হয়েছে বলে তিনিও গণমাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন।

 

ভাইস চেয়ারম্যান প্রার্থী মইনুল ইসলাম সবুজের সমর্থকেরা অভিযোগ করে বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজু কালোয়ারের লোকজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মইনুল ইসলাম সবুজের গাড়ী আটক করে তার উপর হামলা চালিয়ে তাকে আহত করেছে। তিনি অজ্ঞান হয়ে পড়লে এম্বুলেন্স যোগে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ অবশ্য দাবি করেছেন নির্বাচনের পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ নেই। আমরা এসব ঘটনা শুনেছি। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ছবি:- আহত ভাইস চেয়ারম্যান প্রার্থী মইনুল ইসলাম সবুজ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad