প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫
স্টাফ রিপোর্ট:- কুলাউড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলা পরিষদ এলাকা থেকে সকাল সাড়ে ৯টায় ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে সমবেত হয়।
শোভাযাত্রায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, থানার ওসি মো. গোলাম আপছার, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: খালেদ পারভেজ বখশসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ১০টায় ডাকবাংলো মাঠে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও। পরে উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের পরিচালনায় শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনওসহ অন্যান্য অতিথিরা। এ ছাড়া উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় এসো হে বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us