কুলাউড়ায় চোরাকারবারি’র বাড়িতে অভিযান। তিন বিজিবি সদস্য অবরুদ্ধ।

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

কুলাউড়ায় চোরাকারবারি’র বাড়িতে অভিযান। তিন বিজিবি সদস্য অবরুদ্ধ।
booked.net

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়ায় এক চোরাকারবারির বাড়িতে অভিযানে গিয়ে তিন বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিজিবির তিন সদস্যকে উদ্ধার করে।বিজিবির সদস্যরা হলেন মুড়ইছড়া ক্যাম্পের হাবিলদার কাজী জালাল উদ্দিন, নায়েক আমিরুল হাসান ও সিপাহি সাব্বির আহমদ।

Manual7 Ad Code

স্থানীয় বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গাজীপুর এলাকার চোরাকারবারি মোজাম্মিলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান উদ্ধারে অভিযানে যায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মুড়ইছড়া ক্যাম্পের একটি দল। দুপুর ১২টার দিকে বিজিবির সদস্যরা মোজাম্মিলের বাড়িতে গেলে মোজাম্মিল বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ সময় পালাতে গিয়ে তিনি একটি খালে পড়ে গিয়ে গুরুতর আহন হন। এ ছাড়া বিজিবির সদস্যরা তার কাছে চাঁদাও দাবি করেন বলে অভিযোগ এলাকাবাসীর।

Manual5 Ad Code

একপর্যায়ে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বিজিবির ওই তিন সদস্যকে অবরুদ্ধ করে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবির সদস্যরা কিছুদিন পর পর মোজাম্মিলের বাড়িতে এসে অভিযানের নামে তাকে হয়রানি করেন। বুধবার দুপুরে অভিযানের নামে মোজাম্মিলের বাড়িতে এসে চাঁদা দাবি করলে তিনি বিজিবি কে টাকা দিতে না পারায় তার পায়ে লাঠি দিয়ে আঘাত করেন। পরে তার চিৎকারে স্থানীয় জনতা একত্রিত হয়ে বিজিবির সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

Manual1 Ad Code

চাঁদার বিষয়টি অস্বীকার করে বিজিবির মুড়ইছড়া ক্যাম্পের হাবিলদার কাজী জালাল উদ্দিন বলেন, মোজাম্মিলের বাড়িতে ভারতীয় অবৈধ বিড়ি রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করতে যাই। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোজাম্মিল তার ঘরের পেছনের দরজা দিয়ে পালাতে গিয়ে একটি খালে পড়ে পায়ে ব্যথা পান। এ সময় কোনোকিছু বুঝে উঠার আগেই স্থানীয় জনতা একত্রিত হয়ে আমাদের অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ বিজিবির সদস্যদের উদ্ধার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!