প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১
আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়ায় খাসিয়া ও বনবিভাগের মধ্যে সাম্প্রতিক কালের উদ্ভুত ঘটনা নিরসনের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় কুলাউড়ার কর্মধার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি তার বক্তব্যে কুলাউড়া উপজেলার মুরইছড়ায় সামাজিক বনায়ন নিয়ে সৃষ্ট হামলা-মামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এসব ঘটনায় যারা উস্কানি দেবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্র শুধু ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীকে নয়, সকল জনগোষ্ঠীকে অর্থনৈতিক ও সামাজিক সর্বোচ্চ নিরাপত্তা দেবে। সবাইকে সম্প্রীতি রক্ষা করে চলতে হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কারও অবকাশ নেই।তিনি বলেন, বিরোধপূর্ণ ১০৫ নং দাগের ২৮৬ একরের মধ্যে ১৪৫ একর নিয়ে মামলা চলমান রয়েছে। উক্ত দাগের অবশিষ্ট অংশে বন বিভাগের সামাজিক বনায়নের কাজ চলবে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, মৌলভীবাজার জেলার সহকারী বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মছদ্দর আলী, লক্ষীপুর মিশনের ফাদার জোসেফ গোমেজ ওএমআই। বক্তব্য রাখেন- বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন ও আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলী তালাং,প্রমুখ।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us