কর্মধায় ডলুছড়া পুঞ্জি পরিদর্শন করলেন নাগরিক সমাজের প্রতিনিধি দল।

প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

কর্মধায় ডলুছড়া পুঞ্জি পরিদর্শন করলেন নাগরিক সমাজের প্রতিনিধি দল।
booked.net

 

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ডলুছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছেন নাগরিক সমাজের প্রতিনিধি দল। গত বুধবার প্রতিনিধি দলের সদস্যরা দিনব্যাপী ওই পুঞ্জিতে অবস্থান করে পুঞ্জির সাধারণ লোকজনের সাথে কথা বলেন। এসময় প্রতিনিধি দলের কাছে তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, পুঞ্জিতে বনবিভাগ কর্তৃক খাসি জনগোষ্ঠীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা দায়ের, হয়রানিমূলক আচরণ সম্পর্কে জানতে কাপেং ফাউন্ডেশনের আয়োজনে নাগরিক প্রতিনিধি দল সরেজমিন পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধি দলের সদস্য সহকারী অধ্যাপক ফারহা তানজিম তিতিল জানান, দীর্ঘদিন যাবত মৌলভীবাজার জেলার খাসি জনগোষ্ঠীর বসবাসের এলাকায় পানজুমে প্রবেশ করে পান গাছ কাটা, জুম দখল করা এবং পুঞ্জির জনগোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করাসহ নানা ধরনের হয়রানির ঘটনার বিষয়ে কাপেং ফাউন্ডেশনের উদ্যোগে উদ্বিগ্ন নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল গত ২৩ এবং ২৪ নভেম্বর কূলাউড়া উপজেলার ডলুছড়া ও মুরইছড়া পানপুঞ্জি এবং শ্রীমঙ্গলের ত্রিপুরাপল্লী পরিদর্শন করেন। সেখানে তাঁরা এই তিন পুঞ্জির সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও নানাভাবে হয়রানীর কথা বিস্তারিত শোনেন।

প্রতিনিধি দলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল ছাড়াও কবি ও মানবাধিকার কর্মী শাহেদ কায়েস, বাংলাদেশ আদিবাসী ফোরামের ভূমি ও আইনবিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিম, কাপেং ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী হেলেনা তালাং, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ, প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক বহ্নি ফারহানা, বিডিনিউজ২৪.কম-এর সাংবাদিক মেহেরুন নাহার মেঘলা, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল হাসান, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের জনক দেববর্মা, বাপার কেন্দ্রীয় সহ সম্পাদক ও কুবরাজ আন্ত:পুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ভোরের কাগজ ও উত্তরপূর্ব প্রতিনিধি আব্দুল কুদ্দুস, খাসি স্টুডেন্টস্ ইউনিয়নের সভাপতি জনি লাংবাং, বেলকুমা, কুকিজুরি, লুতিজুরি ও অন্যান্য পুঞ্জির প্রতিনিধি, স্থানীয় যুব ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রতিনিধি দলের সদস্যরা ২৪ নভেম্বর সকাল এগারোটায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত অবহিত করেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। দুপুর দুইটায় তাঁরা বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিসের সঙ্গে এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।

ছবিঃ- জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করছেন প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad