কর্মধায় মামলা তুলে নিতে বাদী’কে আসামীর হুমকি।

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

কর্মধায় মামলা তুলে নিতে বাদী’কে আসামীর হুমকি।
booked.net

স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে মুজাহিদুল ইসলাম সায়ান (২২) আত্মহত্যার প্ররোচনাকারী আসামীরা জামিনে এসে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে মামলার বাদি মিনারা বেগম (নিহত সায়ানের মা) প্রাণনাশের আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন। শুক্রবার (১৪ মার্চ) রাতে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগও করেছেন তিনি।

 

জানা যায়, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিনমজুর মুজাহিদুল ইসলাম সায়ান (২২)কে আল আমিন মিয়ার দোকানে মোবাইল চুরির মিথ্যা অপবাদে কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের বাবুল মিয়া, আবুল মিয়া ও বাদশাহ মিয়া নির্মম নির্যাতন করে। মিথ্যা অপবাদ সইতে না পেরে পরদিন ২৬ ডিসেম্বর নিজঘরে (তীরের সাথে ওড়না ও মাপলার দিয়ে) আত্মহত্যা করে। এ ঘটনায় সায়ানের মা মিনারা বেগম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৩১ ডিসেম্বর কুলাউড়া থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

 

জানা গেছে, গত ৯ মার্চ আসামীরা আদালত থেকে জামিন নিয়ে আসে। এর দু’দিন পর ১১ মার্চ আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামলার বাদি নিহত সায়ানের মা মিনারা বেগমকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়। মামলা প্রত্যাহার না করলে তাকে প্রাণে হত্যা এবং বসত বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে যায়।
মিনারা বেগম জানান, তার স্বামী নেই। সায়ান দিনমজুরের কাজ করে পরিবার চালাতো। সায়ানকে হারিয়ে এমনিতেই তিনি মানবেতর জীবন যাপন করছেন। সেই সাথে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ছোট ছেলেমেয়ে নিয়ে নিজের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার জানান, হুমকির ঘটনা তদন্তক্রমে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad