কর্মধায় জামিনে বেরিয়ে এসে ধর্ষিতাকে মামলা তুলে নেওয়ার হুমকি।

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

কর্মধায় জামিনে বেরিয়ে এসে ধর্ষিতাকে মামলা তুলে নেওয়ার হুমকি।
booked.net

Manual4 Ad Code

নিজস্ব প্রতিনিধি:- কুলাউড়া উপজেলার কর্মধায় ধর্ষণ মামলার আসামী জেল থেকে জামিনে বেরিয়ে এসে ধর্ষিতা কে মামলা তুলে নেওয়ার জন্য প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ মার্চ) রাত ৯ টায় ভুক্তভোগী মেয়ে কুলাউড়া থানায় এসে ধর্ষকের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। পুলিশ এজাহারটি গ্রহন করে হুমকিদাতা এবং ধর্ষনকারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এজাহার সুত্রে জানা যায়, কর্মধা ইউনিয়নের ট্রাট্রিউলি গ্রামের বাতির মিয়ার পুত্র আব্দুল খালিক(৩৫) জনৈক মেয়েকে জোরপূর্বক ধর্ষন করলে মেয়েটি অন্ত:সত্তা হয়ে পড়ে। পরে ধর্ষনকারীর বিরুদ্ধে গত বছরের ২৬ নভেম্বর কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন(সং/০৩ এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করলে পুলিশ ধর্ষনকারী খালিককে আটক করে জেল হাজতে প্রেরন করে। কিন্তু ১ মাস জেল কেটে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে গত শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১ টার দিকে ধর্ষন মামলা তুলার জন্য চাপ প্রয়োগ করে এবং গর্ভের বাচ্চা নষ্টের চেষ্টা চালায়। পরে মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে প্রানে রক্ষা পায় মেয়েটি। পরে ঐদিন রাতে এসে কুলাউড়া থানায় এজাহার দাখিল করেন।

 

এব্যাপারে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ কামরুল হাসান জানান, ভিকটিমের ঘটনাটি আমরা গুরুত্বের সাথে দেখছি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!