ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
booked.net

খেলা ডেস্কঃ- সময় ভালো যাচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপের আগ থেকেই ক্রিকেটারদের ফর্ম নিয়ে চলছিল আলোচনা। তবে মূল পর্বের খেলা শুরু হওয়ার পর দল খানিকটা স্বস্তি এনে দেয় লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিয়ে। সম্ভাবনা জাগায় আসরের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় পাওয়ার। তবে শেষ দিকে এক রোমাঞ্চকর ওভারের মধ্য দিয়ে চার রানে পরাজিত হয় বাংলাদেশ।

 

তবে সে কষ্ট মনে ধরে রাখলে চলবে না। এখন সময় এগিয়ে যাওয়ার। সেরা আটে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে এখনো বাংলাদেশের সামনে পথ খোলা আছে। বাকি আছে দুটি ম্যাচ, সে দুটিতে জয় পেলেই পরের রাউন্ড নিশ্চিত। আর সেই ম্যাচ দুটি খেলতেই বাংলাদেশ সময় গতকাল বিকালে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে পা রেখেছে শান্ত-সাকিবরা।

 

 

নিউ ইয়র্কে সোমবার দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ করেই বেশি সময় নষ্ট না করে নিজেদের পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হয় টাইগাররা। শান্তদের গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে সেন্ট ভিনসেন্টে। এই শহরেই নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।গতকাল টাইগাররা দেশটিতে পৌঁছানোর পর দলের ক্রিকেটারদের নেচে-গেয়ে বরণ করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সময় নষ্ট না করে ওয়েস্ট ইন্ডিজে পা রাখায় এক দিন বিশ্রাম পাবে বাংলাদেশ দল।

 

আগামীকাল বাংলাদেশের তৃতীয় ম্যাচ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস। যাদের বিপক্ষে সবশেষ ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপেও হেরেছিল বাংলাদেশ। তাই সতর্ক থাকতেই হচ্ছে ডাচদের নিয়ে। এছাড়া চলমান বিশ্বকাপেও প্রোটিয়াদের বুকে ভয় ধরিয়েছিল কমলারা। তাই তো তাদের হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। আর পরবর্তী পর্বে যেতে হলে ডাচদের বিপক্ষে জয়ের কোনো বিকল্পও নেই টাইগারদের সামনে। এই ম্যাচের পর টাইগারদের দ্বিতীয় ম্যাচটিও হবে এই ভেন্যুতেই। যেখানে আগামী ১৭ জুন ভোর সাড়ে ৫টায় নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

Ad