ওয়ানডে ক্রিকেট প্রথমবারের মতো স্পেনে।

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২১

ওয়ানডে ক্রিকেট প্রথমবারের মতো স্পেনে।
booked.net

স্পোর্টস ডেস্কঃ করোনা মহামারি স্পেনকে করে দিয়েছে দারুণ এক সুযোগ। নেদারল্যান্ডসের পর ইউরোপের মূল ভূখণ্ডের দ্বিতীয় দেশ হিসেবে ছেলেদের ওয়ানডে ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে দেশটি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার নিশ্চিত করেছে, তিনটি ইভেন্ট আয়োজন করা হবে স্পেনে। যেখানে বিশ্বকাপ লীগ-২ এর স্কটল্যান্ড, নামিবিয়া ও নেপালের ত্রিদেশীয় ওয়ানডে ক্রিকেট সিরিজ রয়েছে। ছয় ম্যাচের সিরিজটি স্পেনের আলমেরিয়ার ডেজার্ট স্প্রিং গ্রাউন্ডে হবে।

আরো পড়ুনঃ মাঠে গড়ালো সামার বার্লি প্রিমিয়ার ক্রিকেট লীগ।

আগামী ২০শে জুলাই শুরু হয়ে শেষ হবে ৩০ জুলাই। আর ইউরোপিয়ান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব হবে আগামী ২৬শে থেকে ৩০ অগাস্ট। এরপর ইউরোপিয়ান পুরুষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব হবে ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর।

দুটি আসরই বসবে স্পেনের লা মাঙ্গায়।  মূলত, যুক্তরাজ্যে কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে স্কটল্যান্ড থেকে সরিয়ে স্পেনে এই ইভেন্ট তিনটি এনেছে আইসিসি।

স্পেন ক্রিকেটের প্রধান নির্বাহী জন হাওডেন সংবাদ মাধ্যমকে জানান, আইসিসির এই তিনটি ইভেন্ট আয়োজন করতে পেরে বেশ উৎফুল্ল তারা।

Ad

Follow for More!