প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১
সাবেক জাতীয় নেতা কুলাউড়ার সাবেক এমপি এডভোকেট এ এন এম ইউসুফের ১২ তম মৃত্যুবার্ষিকী অদ্য ২২ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার নানান আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।
পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল, কবরে পুস্পস্তপক অর্পন, স্মৃতিচারন, ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ, ফ্রি আইনি পরামর্শ ও শিরনী বিতরণ সহ নানান কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়।
স্মৃতিচারনে বক্তারা বলেন, কুলাউড়া ডিগ্রী কলেজ, লংলা আধুনিক ডিগ্রী কলেজ, ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা কলেজ, এমএ গণি কলেজ, রসুলপুর ঢুলিপাড়া জামে মসজিদ ও ঢাকা সেন্ট্রাল আইনজীবী সমিতি সহ অসংখ্য শিক্ষা, ধর্মীয় ও সামাজিক সংগঠন প্রতিষ্টার মাধ্যমে মরহুম স্মরনীয় হয়ে আছেন।
বিকেলে ফ্রি মেডিকেল সেবা, চক্ষু ও শিশু চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ বিতরন করা হয়।ফ্রি চক্ষু চিকিৎসায় নেতৃত্ব দেন সিলেট ওসমানি মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাঃ হারুনুর রশীদ ও কুলাউড়া চক্ষু হাসপাতালের ডাঃ বুরহান উদ্দিন, কার্যক্রম পরিচালনা করেন ডাঃ জবিউল ইসলাম সহ আরো চিকিৎসকগন।
বিনামুল্যে আইনি পরামর্শ দেন এডভোকেট তোফায়েল আহমদ সবুজের নেতৃত্বে অন্যান্য আইনজীবীরা, পাশাপাশি তারা স্মরণসভায় বক্তব্যও রাখেন।
এম গণি আদর্শ কলেজ মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় এম গণি আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম সরকারের সভাপতিত্বে ও এম গণি আদর্শ জুনিয়র হাই স্কুলের সহকারি শিক্ষক লুৎফুর হায়দারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, ব্রাহ্মনবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিক মিয়া, লংলা আধুনিক ডিগ্রী করেজের অধ্যাপক আতাউর রহমান, কলেজ গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আহমদ, বিএনপি নেতা জয়নুল ইসলাম জুনেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম খান, লংলা আধুনিক কলেজের সহকারি অধ্যাপক হেলাল খান, প্রভাষক সাবিনা ইয়াছমিন, সিনিয়র প্রভাষক মোতাহির হোসেন, সহকারি অধ্যাপক আব্দুর নুর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল আহমদ সহ কুলাউড়ার বিভিন্ন অঙ্গনের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ স্মরণসভায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কুলাউড়া উপজেলার সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মরহুমের স্ত্রী আলহাজ্ব লুৎফুন্নেছা ইউসুফ, পুত্র এডভোকেট খালেদ লাকী, বিএনপি কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজা ও মুসা খাজা, এড. এএনএম ইসা সুজা, আমেরিকা প্রবাসী এড. আজম দ্বারা, লতিফা বানু মরহুমের নাতি-নাতনীরা স্মরনসভায় অংশগ্রহন করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us