একে-৪৭ নিয়ে সহকর্মীর এলোপাতাড়ি গুলিতে ৪ পুলিশ নিহত।

প্রকাশিত: ৫:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

একে-৪৭ নিয়ে সহকর্মীর এলোপাতাড়ি গুলিতে ৪ পুলিশ নিহত।
booked.net
Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতের ছত্তিশগড়ে একে-৪৭ থেকে সহকর্মীর ছোড়া গুলিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) চার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

Manual2 Ad Code

সোমবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

Manual3 Ad Code

খবরে বলা হয়, চত্তিশগড়ের সুকমা জেলায় এক সহকর্মীর এলোপাথাড়ি গুলিতে সিআরপিএফের চার সদস্য নিহত হন।

বাস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ সুন্দররাজ পি বলেন, এ ঘটনা ঘটেছে সোমবার রাত সাড়ে তিনটার দিকে সুকমা জেলার লিঙ্গামপল্লী গ্রামে। এটি রাজ্যের রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এক পুলিশ সদস্য তার একে-৪৭ রাইফেল দিয়ে নিজের সহকর্মীদের উপর গুলি চালালে চারজন নিহত হন। এতে আরও তিনজন আহত হন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত সিআরপিএফ কর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

Ad

Follow for More!