একসঙ্গে আত্নহত্যা করতে গিয়ে প্রেমিকা দিলেন লাফ,প্রেমিক রইলেন দাঁড়িয়ে!

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২২

একসঙ্গে আত্নহত্যা করতে গিয়ে প্রেমিকা দিলেন লাফ,প্রেমিক রইলেন দাঁড়িয়ে!
booked.net
Manual5 Ad Code

অনলাইন ডেস্কঃ- বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন প্রেমিক ও প্রেমিকা । কিন্তু সেই সম্পর্ক সমাজ মেনে নেবে না ভেবে দু’জনে একসময় সিদ্ধান্ত নেন,যমুনায় লাফ দিয়ে আত্মঘাতী হবেন। সেই অনুযায়ী নির্দিষ্ট দিনে যমুনার তীরে হাজিরও হন তারা। কিন্তু লাফ দেওয়ার সময়েই কাহিনিতে আসে মোক্ষম ‘টুইস্ট’! প্রেমিকা নদীতে লাফিয়ে পড়লেও তীরে দাঁড়িয়ে থাকেন প্রেমিক। শেষ পর্যন্ত সাঁতার কেটে তীরে ফিরে আসেন প্রেমিকা।

Manual3 Ad Code

এই ঘটনার শেষ এখানেই নয়। পরে ওই নারী থানায় হাজির হয়ে প্রেমিকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে।

Manual8 Ad Code

দেশটির প্রশাসন সূত্রে জানা যায় , ৩২ বছর বয়সী ওই নারী বেশ কয়েক বছর আগেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তার বয়সে দু’বছরের ছোট চান্দু নামক এক যুবকের সঙ্গে। বেশ কিছু দিন প্রেম চললেও মাস খানেক আগে কিছু দিনের জন্য বছর ছয়েকের মেয়েকে নিয়ে পুণেতে বেড়াতে যান ওই নারী।

Manual3 Ad Code

আর তখনই তাকে না জানিয়ে বিয়ে করে ফেলেন চান্দু। ১৮ মে প্রয়াগরাজে ফিরে বিষয়টি জানতে পারেন ওই নারী। দু’জনের মধ্যে ঝামেলাও হয়। শেষমেশ দু’জনে সিদ্ধান্ত নেন একই সঙ্গে যমুনাতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হবেন।

নারীর অভিযোগ, একসঙ্গে আত্মঘাতী হবেন ভেবে যমুনা সেতুতে হাজির হন দু’জনে। কিন্তু নারী ঝাঁপ দেওয়ার পরই দেখেন ঝাঁপ দেননি সঙ্গী। তড়িঘড়ি সাঁতরে নদীর পারে ফিরে আসেন নারী। যোগাযোগ করেন কয়েদগঞ্জ থানায়। চান্দুর বিরুদ্ধে আনা হয়েছে বিশ্বাসঘাতকতা ও খুনের চেষ্টার অভিযোগ।

Manual4 Ad Code

ছবিঃ- ইন্টারনেট।

Ad

Follow for More!