উছলাপাড়ায় গাঁজা সহ দুই জন আটক।

প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

উছলাপাড়ায় গাঁজা সহ দুই জন আটক।
booked.net

রাহিম আহমেদ মান্নাঃ- কুলাউড়া পৌরসভার ব্যস্ততম এলাকা উছলাপাড়ার গর্নভেলি সিএনজি ফিলিং স্টেশনের সম্মুখ হতে দেড় কেজি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কুলাউড়া  উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের হটাহরি গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মো. মুজাহিদ আলী উজ্জ্বল (৩৩) ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৫)।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবিঃ- পুলিশের হাতে আটক দুই মাদক ব্যাবসায়ী উজ্জ্বল ও তাজুল।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad