কুলাউড়ায় বিএনপি ও ছাত্রদলের ৪ শীর্ষ নেতার পদ ৩ মাস স্থগিত!

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

কুলাউড়ায় বিএনপি ও ছাত্রদলের ৪ শীর্ষ নেতার পদ ৩ মাস স্থগিত!
booked.net

Manual1 Ad Code

আব্দুল কুদ্দুস:- কুলাউড়ায় বিএনপি ও ছাত্রদলের ৪ নেতার সাংগঠনিক পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। কেন্দ্রিয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে বিএনপি ২৩৭ আসনে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে শওকতুল ইসলাম শকুকে প্রার্থী ঘোষণার পর দলীয় নির্দেশনা উপেক্ষা করে বিএনপির পক্ষে রাতে আনন্দ মিছিল বের করা হয়। দলীয় নির্দেশ অমান্য করে আনন্দ মিছিল বের করায় উপজেলা বিএনপির শীর্ষ ৩ নেতা ও পৌর ছাত্রদলের ১ নেতার সাংগঠনিক পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।

 

Manual3 Ad Code

৪ নভেম্বর ইস্যুকৃত একপত্রে স্থগিতের কথা উল্লেখ করা হয়। দলীয় পদ স্থগিত হওয়া নেতারা হলেন- কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক।

 

তবে উপজেলা বিএনপি এবং জেলা বিএনপির নেতারা এই প্রেস বিজ্ঞপ্তিকে জাল বলে অবহিত করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চলছে তোলপাড়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন জানান, এ ধরনের খবর আমি জানি না। কেন্দ্র যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে জেলা কমিটিকে অবহিত করতো। বিষয়টি আমার জানা নেই।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!