প্রকাশিত: ৪:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক:- ইসরায়েলের অব্যাহত হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজার ৬০ জনে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ৫৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে আরও ৫০ জনের মরদেহ আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১৮৪ জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জনে।
বিবৃতিতে আরও বলা হয়, বহু হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছেন না।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে শুধু ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১ জনে। আহত হয়েছেন অন্তত ১৮ হাজার ৮১৭ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করেছে। সেই সময় থেকে এ পর্যন্ত ১৩ হাজার ১৮৭ জন নিহত এবং ৫৬ হাজার ৩০৫ জন আহত হয়েছেন। এর মধ্য দিয়ে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করেছে তেলআবিব।
এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
উল্লেখ্য,গাজায় এই যুদ্ধ চালানোয় ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।
ছবি:- ইসরায়েল’র বর্বরতার একটি চিত্র।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us